‘শাস্তি সমর্থন করি না’! রাহুল-কাণ্ডে সরব কুণাল, তৃণমূল নেতার টার্গেটে কে? তোলপাড় টলিউড!

বাংলা হান্ট ডেস্কঃ পরিচালক রাহুল মুখোপাধ্যায় নিয়ে বর্তমানে উত্তাল টলিউড। জনপ্রিয় এক ডিরেক্টরকে সাসপেন্ড করা নিয়ে ইন্ডাস্ট্রির অনেকেই চলচ্চিত্র ফেডারেশনের ওপর চটেছেন। এবার এই নিয়ে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘ফেডারেশনের কিছু কাজ টলিউডের ক্ষতি করছে’, লেখেন তিনি।

রাহুল কাণ্ডে কী লিখলেন কুণাল (Kunal Ghosh)?

তৃণমূল নেতা এদিন লেখেন, ‘পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ঘোষণায় ভুল থাকলেও শাস্তি সমর্থন করি না। আলোচনা হতে পারতো। ফেডারেশনের কিছু কাজ টলিউডের ক্ষতি করছে। প্রযোজক, পরিচালকরা বিরক্ত হচ্ছেন। কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। আজ কেউ মুখ খুলছে না, কিন্তু ভবিশ্যতের জন্য তোলা থাকছে। আরও কাজ আসার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে’।

   


উল্লেখ্য, কুণালের গল্পের ওপর ভিত্তি করে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে একটি সিরিজ তৈরি হচ্ছে, তার নাম ‘লহু’। ঘটনাচক্রে সেই সিরিজের পরিচালক রাহুল (Rahool Mukherjee)। এই সিরিজে মাওবাদী নেত্রীর ভূমিকায় অভিনয় করছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ হলেও ‘চরকি’ শ্যুটিং হওয়ার কথা ছিল এপার বাংলায়। তবে অভিযোগ, ওপার বাংলার ওয়েব প্ল্যাটফর্ম হওয়ায় বাংলায় শ্যুটিংয়ের ক্ষেত্রে ‘আন্তর্জাতিক দর’ চাওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ একেই বলে ডাবল ধামাকা! জি বাংলায় আসছে ২টি নতুন সিরিয়াল! কবে, কোন স্লটে? রইল খবর

বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের তা সামর্থ্যে কুলোয়নি। অভিযোগ, ফেডারেশনকে কোনও কিছু না বলে রাহুল এরপর বাংলাদেশে শ্যুটিং করে নেন। এবার সেই খবর জানাজানি হতেই শাস্তির পথে হাঁটে ফেডারেশন। গত শনিবার শাস্তির কথা ঘোষণা করা হয়। এবার রাহুলকে সাসপেন্ড করা নিয়েই দ্বিধাবিভক্ত টলিউড।

Kunal Ghosh

এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে কুণালের (Kunal Ghosh) পোস্ট। তৃণমূল নেতা নিজের পোস্টে কারোর নাম নেননি। তবে ওয়াকিবহাল মহলের অনুমান, তাঁর নিশানায় রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। কারণ তিনি ফেডারেশনের মাথা। এই বিষয়ে স্বরূপ সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘কুণালদা নিজের ব্যক্তিগত মতামত লিখেছেন। আমার এই বিষয়ে কিছু বলার নেই। তবে কুণালদা যখন লিখেছেন, তখন আমরা ভাবনাচিন্তা করব। দরকার হলে কুণালদার সঙ্গেও কথা বলব’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর