পার্থকে জুতো ছোড়ার ঘটনায় নিন্দা কুণাল ঘোষের, তুলনা মধ্যযুগীয় বর্বতার সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোঁড়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ানোয় তাকে সমস্ত রকম পদ থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে সওয়াল করেন কুণাল। এরপর দলীয় সিদ্ধান্ত নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের সমস্ত রকম মন্ত্রিত্ব ও তৃণমূলের দলের সমস্ত রকম পদ থেকে বহিষ্কার করা হয়। কিন্তু আজ পার্থ চট্টোপাধ্যায় কে জুতো ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করতে শোনা যায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মুখে।

কুণাল ঘোষ বলেছেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। রাজ্যের মন্ত্রিত্ব ও দলের সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে দলের মনোভাব স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

একই সঙ্গে তৃণমূলের মুখপাত্র জানান, “উনি যদি সত্যি কোন দোষ করে থাকেন তাহলে শাস্তি পাবেন। আইন তার নিজের পথে চলবে। কিন্তু আইনের বাইরে গিয়ে যদি কেউ তাকে অন্য কোনওরকম ভাবে বিব্রত করার চেষ্টা করেন তাহলে সুস্থ সমাজে সেটা কতটা গ্রহণযোগ্য সে বিষয়টা ভেবে দেখবেন।” পাশাপাশি কুণাল ঘোষের আরোও সংযোজন, “আমরা কোন মধ্যযুগীয় শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করি না। কারোর মনে কোনও বিষয়ে ক্ষোভ হল আর তিনি এই ধরনের ঘটনা ঘটালেন সেটা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।”

প্রসঙ্গত মঙ্গলবার নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয় SSC দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। হাসপাতাল থেকে বেরোনোর সময় শুভ্রা ঘড়ুই নামে এক মহিলা পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে দেন। কিন্তু সেই জুতো গাড়িতে লেগে অন্যদিকে ছিটকে যায়। তবে, তার আফসোস তিনি ঠিকভাবে পার্থ চট্টোপাধ্যায় কে জুতোটা মারতে পারলেন না! যদিও তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর দিকে এইভাবে জুতো ছুঁড়ে দেওয়ার ঘটনার পরেও একেবারেই নিরুত্তাপ করেছেন ওই মহিলা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর