বাংলা হান্ট ডেস্ক : সন্দেশখালি কান্ডে বিজেপিকে আক্রমণ শনাতে গিয়ে নিজেই বিপাকে পড়েছেন খোদ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর এবার এই তৃণমূল নেতার পক্ষেই ব্যাটন ধরলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
ফিরহাদ হাকিমের হয়ে সরব হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)
সেখানে দেখা যাচ্ছে ২০২৪ -এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ‘হেরো মাল’ বলে সম্বোধন করেছেন ফিরহাদ। তারপরে রাজ্যজুড়ে ফিরা হাকিমকে নিয়ে ওঠে সমালোচনার ঝড়। বিরোধী শিবিরের একের পর এক কটাক্ষ বাণে জীর্ণ ফিরহাদ। এই তুমুল সমালোচনার মুখে তাঁর সামনে ঢাল হয়ে দাঁড়াতে ময়দানে নামলেন তৃণমূলের আস্থা ভাজন মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।
রাজ্যের মন্ত্রীর ‘কুমন্তব্যকান্ডে’ কুণালের (Kunal Ghosh) যুক্তি ওই বক্তব্য ভালো করে শুনলে বোঝা যাবে রেখা পাত্রের উদ্দেশ্যে ওই বক্তৃতার শুরুতেই ভদ্রমহিলা বলেই সম্মোধন করেছিলেন ফিরহাদ। যা থেকে স্পষ্ট ওই মহিলাকে অপমান করার কোন উদ্দেশ্যই ছিল না ফিরহাদ হাকিমের। বরং তার বক্তব্যের সেই ‘হেরো মাল’ অংশটুকু চালিয়েই তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেই পাল্টা অভিযোগ করেছেন কুণাল।
এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেছেন, ‘ফিরহাদ হাকিমর গোটা বক্তব্যটা আমি শুনেছি। ওই ‘বিপ’ অংশটা ছাড়া তিনি কিছু নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে কথ বলছিলেন। ওই বক্তব্যেই ফিরহাদ হাকিম উল্লেখিত নারীকে ‘ভদ্রমহিলা’ বলে সম্বোধন করেছেন। ওই বক্তৃতাতেই আছে সেটা। ফলে একটা ‘বিপ’ দেখিয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা ঠিক নয়। ফিরহাদ হাকিম তাঁকে ভদ্রমহিলা বলছেন। বলেছেন যে সেটা সেই ভিডিয়োতেই রয়েছে। তার মানে কোথাও কাউকে অসম্মান করার ইচ্ছা, অসম্মান করার চেষ্টা তাঁর ছিল না।’
আরও পড়ুন : ছাদ টপকে, বাড়িতে ঢুকে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ! গ্রেফতার চিকিৎসকের বাবা
অন্যদিকে এই সুযোগে ফিরহাদের ওপর আক্রমণ শানাতে ব্যস্ত বঙ্গ বিজেপি দল। এদিন হাড়োয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ। সেখানেই তিনি সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানাতে শুরু করেন। সেই ভাষণের একটা অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেফিরহাদ হাকিমের বিরুদ্ধে রেখা পাত্রকে অপমান করার অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।)
শুধু তাই নয়, শুভেন্দুর অভিযোগ ছিল এসসি পাউন্ড্র-ক্ষত্রিয় সম্প্রদায়কেও অপমান করেছেন ফিরহাদ। এদিকেবিজেপি নেত্রী রেখা পাত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন, সেটা খুবই নিন্দনীয়। যেভাবে অপমান করা হয়েছে, তাতে আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েদের অপমান হয়েছে। এই অপমান গোটা সন্দেশখালির মা-বোনেদের অপমান।’