অভিষেক নয়, সর্বোচ্চ নেত্রী মমতাই শেষ কথা! শিল্পী বয়কট বিতর্কে অনড় কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে পাঁচ মাস হতে চললো আরজিকরের  নারকীয় ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচার এখনও অধরা। সেই আগস্ট মাসের প্রায় শুরু থেকে এই তিলোত্তমা হত্যাকাণ্ডের প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। যদিও মাঝে দুর্গাপুজোর পর থেকে খানিকটা ঝিমিয়ে পড়েছিল এই আন্দোলন। তবে বছর শেষ হওয়ার আগে থেকেই নতুন করে ঝাঁজ বাড়তে শুরু করেছে এই আরজি করের প্রতিবাদ আন্দোলনের। এবার তারই আঁচ এসে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে। যা নিয়ে এই মুহূর্তে রীতিমত তোলপাড় ঘাসফুল শিবির। সৌজন্যে কুণাল ঘোষ (Kunal Ghosh) বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শিল্পীদের বয়কট প্রসঙ্গে অনড় কুনাল (Kunal Ghosh)

আরজিকর কাণ্ডে অংশগ্রহণকারী যে সমস্ত শিল্পী রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেস সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য  বলেছিলেন তাদের বয়কট করার ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বৃহস্পতিবার কুণালের করা মন্তব্যকে তার একান্ত ব্যক্তিগত মতামত বলে দাবি করে একেবারে উল্টো সুর শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রতিবাদীদের বয়কট করার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন না।

অভিষেকের কথায় কুনালের করা মন্তব্য দলের বক্তব্য নয়। তাঁর সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া জানালেন কুণাল  ঘোষ (Kunal Ghosh) । একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি যা বললেন তাতে অত্যন্ত স্পষ্ট কুণালের অবস্থান। নিজের মন্তব্যে অনড় থাকার পাশাপাশি তিনি জানিয়েছেন এই একই কথা যদি দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে তিনি মেনে নেবে যে তিনি ভুল।

কী বলেছেন কুণাল? 

আর জি কর প্রসঙ্গে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে দিন কুণাল ঘোষ বলেছেন, ‘হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। কোনও প্রতিবাদীকে বয়কটের কথা আমি বলিনি। যাঁরা মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন, যাঁরা তৃণমূল কর্মীদের বলেছিলেন ‘চটিচাটা’, যাঁরা বাংলাদেশ মডেলে মুখ্যমন্ত্রীকে রাজ্যছাড়া করার কথা বলেছিলেন, তাঁদের বয়কট করার কথা বলেছিলাম।’ এরপর নিজের অবস্থান ‘অনড়’ থেকে তিনি বলেন, ‘আমি গতকাল যা বলেছি, আজও তাই বলছি, আগামিকালও তা-ই বলব।’

আরও পড়ুন:‘নিতেই হবে!’ অযোগ্যদের তালিকায় পার্থর ‘হাতের লেখা’ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নাম নিয়ে এরপর কুণাল এদিন আরও বললেন, ‘সাধারণ তৃণমূল কর্মীদের ভাবাবেগের জায়গা থেকে আমি যা বলেছি, ঠিক বলেছি। আর দলের সর্বময় নেত্রী মমতা’দি। তিনি যদি বলেন, আমি ভুল বলেছি, তা হলে আমি মেনে নেব।’’

Kunal Ghosh RG Kar case

কি বলেছিলেন অভিষেক? 

বৃহস্পতিবার অভিষেক বলেছিলেন, ‘পার্টি তো কোন নির্দেশ দেয়নি। তিনি টুইটে ব্যক্তিগতভাবে বলতে পারেন। কিন্তু পাটি তরফে কেউ তো নির্দেশ দেয়নি? কেউ কোথাও বিজ্ঞপ্তি দেখেছেন? কোন নোটিফিকেশন দেখেছেন? ওয়ার্কিং কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কোন আলোচনা করেছিলেন বলে শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন? দলের তরফ থেকে আমি পার্টি জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? উত্তর না, কারণ আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর