পিঁপড়ে, আরশোলা, হাওয়াই চটি… দেবাংশুর ছড়া নিয়ে চর্চার মাঝেই যা বললেন কুনাল 

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে ব্যাপকভাবে মাথাচাড়া দিচ্ছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে কার্যত ঘৃতাহুতির কাজ করল তৃণমূলের নবীন নেতা দেবাংশু ভট্টাচার্যের (Debanshu Bhattacharya) লেখা একটি ছড়া (Rhymes)। যা নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ (Kunal Ghosh)।

কুনাল ঘোষের (Kunal Ghosh) প্রতিক্রিয়া

মজার ছলেই আরশোলা আর পিঁপড়ে দিয়ে নবীন প্রবীণদের ক্ষমতার কথা এই ছড়ার মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন দেবাংশু। যা মুহূর্তেই মধ্যেই ব্যাপক শোরগোল ফেলে দেয়। যদিও পরে সেই সোশ্যাল মিডিয়া পোস্ট আর দেখা যায়নি বলেই খবর।

কি লিখেছিলেন দেবাংশু?

ফেসবুক পোস্টে দেবাংশু লিখেছিলেন, ‘হাসছে ওরা, ঠাট্টা করে বলছে দেখো, বড়র সাথে ছোট্টরা সব করবে লড়াই, পিঁপড়ে ভেবে ভাবছ যাদের ভীষণ ছোট, অত বড় আরশোলাকে বইছে ওরাই।’ দেবাংশু এই ছড়া পোস্টা করা মাত্রই শুরু হয় ব্যাপক জল্পনা। প্রশ্ন ওঠে এই ছড়ায় পিঁপড়ে আর আরশোলা কে? অনেকেই বলতে শুরু করেন এখানে আসলে দলের প্রবীণ নেতাদেরই নিশানা করেছেন দেবাংশু।

পরে অবশ্য দেবাংশু লিখেছিলেন এই ছড়াটি তিনি লোকসভা ভোটের আগে লিখেছিলেন। তবে সম্প্রতি দল বিরোধী মন্তব্য থেকে দুর্নীতির অভিযোগে তৃণমূলের একাধিক নবীন নেতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দল। এছাড়াও ইদানিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীদের ওপরেও একে একে কোপ পড়তে শুরু করেছে।

আরও পড়ুন: বাধ্যতামূলক লাইসেন্স, এবারে টোটোর দাদাগিরি বন্ধ! নয়া নীতি আনছে পশ্চিমবঙ্গ সরকার

এমন সময় দেবাংশুর এই ছড়া কার্যত শোরগোল ফেলে দিয়েছে দলের অন্দরে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ (Kunal Ghosh)। নিজের কথার মাধ্যমে তিনি বোঝালেন যে আরশোলা আসলে হাওয়াযই চটিকে ভয় পায়। ওটাও ছন্দ করে লেখা যেতে পারতো।

Kunal Ghosh

পিঁপড়ে আরশোলা টানে আবার আরশোলাও হাওয়াই চটিকে ভয় পায় বলেই জানান কুনাল (Kunal Ghosh)। কুনালের কথায়, ‘আমার মনে হয় ও ভালোই লেখে। ছন্দ করে ভালো ছড়াও লিখতে পারে। তবে এটাও ঠিক পিঁপড়ে ছোট হলেও খুবই শক্তিশালী। লাল পিঁপড়ে কামড়ালে ভালোই ব্যথা হয়। আবার ডেঁয়ো পিঁপড়ে কামড়ালেও যথেষ্ট লাগে। পিঁপড়েরা আরশোলাও বয়ে নিয়ে যায় ঠিকই। তবে এটাও ঠিক, আরশোলার ওষুধ বেগন স্প্রের থেকে কিন্তু হাওয়াই চটি বেশি কার্যকর।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর