সব প্রমাণ হয়ে গেল! RG Kar কাণ্ডের রায় ঘোষণার পরই মুখ খুললেন কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে তিলোত্তমার নারকীয় ধর্ষণ হত্যাকাণ্ডের রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। আজ ঘটনার ১৬২ দিন পর অভিযুক্ত সঞ্জয় রায়কেই আরজি কর মামলার মূল দোষী সাব্যস্ত করা হয়েছে। গত বছরের ৯ আগস্ট তিলোত্তমার দেহ উদ্ধার হওয়ার পর দিনই এই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের হয়ে মুখ খুললেন কুণাল (Kunal Ghosh)

আদালতে সিবিআইয়ের জমা দেওয়ার চার্জশিটেও সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্ট সূক্ষ ভাবে খতিয়ে দেখার পর অবশেষে শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন মহল থেকে আসতে শুরু করেছে প্রতিক্রিয়া। এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন খোদ তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তিলোত্তমার ধর্ষণ-খুনের ঘটনার রায় ঘোষণার পর কুণাল ঘোষ (Kunal Ghosh) এদিন বললেন, ‘আজকের রায় প্রমাণ করে দিল কলকাতা পুলিশের তদন্ত একেবারে সঠিক ছিল।’ উল্লেখ্য গত বছরের আগস্ট মাসে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর জানা যায় তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থল থেকে পাওয়া সমস্ত তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে রাতারাতি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: RG Kar কাণ্ডে রায় ঘোষণা হতেই কান্নায় ভেঙে পড়লেন সঞ্জয়ের দিদি, বললেন, মদ্যপান…

শুরু থেকেই কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন কিছু জুনিয়র ডাক্তার সহ অন্যান্য বেশ কয়েকটি সংগঠন। ওই পরিস্থিতিতে একই দাবী জানিয়েছিলেন তিলোত্তমার বাবা মা-ও। এরপর ১৩ ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। ৭ই অক্টোবর শিয়ালদা হাইকোর্টে এই মামলার চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসারেরা। সেখানেও একমাত্র অভিযুক্ত হিসেবে উঠে আসে সঞ্জয় রায়ের নাম।

Kunal Ghosh

অবশেষে আজ তাকে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। আজ আদালতের রায়কে স্বাগত জানিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বললেন, ‘আজকের রায় প্রমাণ করে দিয়েছে সেদিন কলকাতা পুলিশের তদন্ত একেবারে সঠিক ছিল। যারা সিবিআই-সিবিআই করছিলেন সেই সিবিআই-ও কলকাতা পুলিশের তদন্ত সঠিক বলেই সিলমোহর দিয়েছে। কিছু বাম অতিবাম সংগঠন বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। এটা না হলে অভয়া আরও আগে সুবিচার পেত। সবমিলিয়ে এদিন কুণাল ঘোষ দাবি করেছেন শিয়ালদা আদালতের বিচার প্রক্রিয়ার প্রমাণ করে দিয়েছে সেদিন কলকাতা পুলিশের তদন্ত সঠিক পথেই এগিয়েছিল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর