‘লাটে উঠছে ঠাকুর দেখা” নেতা থেকে গায়ক হলেন কুণাল ঘোষ! কেন্দ্রকে বিঁধে গাইলেন পুজোর গান

বাংলাহান্ট ডেস্ক : কুণাল ঘোষ। এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একাধারে সাংবাদিক, লেখক, নেতা ইত্যাদি শব্দগুলি। এহেন কুণাল ঘোষের জীবনের মুকুটে একটি নতুন পালক যোগ হতে চলেছে । তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংবাদিক কুণাল ঘোষ এবার গায়ক হিসেবে অবতীর্ণ হতে চলেছেন। সামনেই পুজো। তার আগেই নতুন গান রেকর্ড করে ফেললেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জ্বালানি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই গান রেকর্ড করেছেন তিনি।

কুণাল ঘোষের এই প্রতিবাদী গানটি লিখেছেন প্রীতম দে। বিজয় সুরদীপ শীল এই গানটির প্রচলিত সুর দান করেছেন। জীবনের প্রথম রেকর্ড করা গানে একটি প্রতিবাদী গানকে বেছে নিয়েছেন কুণাল। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জ্বালা যন্ত্রণার কথা প্রকাশ করতে চেয়েছেন তার গানের মাধ্যমে।

প্রসঙ্গত এর আগে বহুবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস নেতা-মন্ত্রীদের। কুণাল ছাড়াও মদন মিত্র এর আগে গান রেকর্ড করে হৈচৈ ফেলে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার প্রতিবাদের সুরে ভর করে গায়ক হিসেবে অবতীর্ণ হলেন কুণাল ঘোষ। কুণালের এই ধরনের সাংস্কৃতিক আন্দোলনকে বাহবা জানিয়েছেন অনেকেই।

দক্ষিণ কলকাতার একটি রেকর্ডিং স্টুডিওতে প্রীতম দের লেখা এই গান রেকর্ড করেন কুণাল ঘোষ। এই গানের লাইনের মধ্যে আছে…
“ওরে কে কোথায় আছিস?
বোরোলীন আন….
তেলের দামে, লাগছে ছ্যাঁকা।
লাটে উঠছে ঠাকুর দেখা।
গাড়ির ট্যাংক ফুল্টু ফাঁকা।”

jpg 20220821 101542 0000

মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে গান রেকর্ড করা কুণাল ঘোষ জানিয়েছেন, “দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। মা দুর্গার কাছে আবেদন থাকবে যাতে পেট্রোল-ডিজেলের দাম কমে। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তাই গানে গানে প্রার্থনা করলাম মা গাড়ির ট্যাংক ভরিয়ে দাও, নয়তো তেলের দাম কমিয়ে দাও!”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর