মমতাকে না জানিয়েই সিদ্ধান্ত, ফিরহাদের উপর বেজায় খাপ্পা কুণাল! দাবি বোঝা প্রত্যাহারের

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি গাড়ি পার্কিং ফি এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি করেছে কলকাতা পুরসভা (KMC)। একদিকে বৃদ্ধি করা হয়েছে ঘন্টা পিছু মাশুল। অপরদিকে, অতিরিক্ত ঘন্টা পিছু ফি-ও বৃদ্ধি করা হয়েছে। কলকাতা পুরসভার পার্কিং ফি বৃদ্ধি নিয়ে শহরের অধিকাংশ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর খুশি না হওয়ার প্রসঙ্গ উঠে আসে।

শুক্রবার কুণাল বলেন, সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপানোর ক্ষেত্রে সর্বদা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে আর্থিক সুরাহা দেওয়াই মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য। কলকাতা পুরসভা মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শ না করেই পার্কিং ফি বৃদ্ধি করেছে। কুণাল ঘোষের এই সাংবাদিক বৈঠকের পর গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

কিছুদিন আগেই কালীঘাটে তৃণমূলের একটি বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ববি হাকিমের (Firhad Hakim) উদ্দেশ্যে বলেন, “তুই বাড়তি কথা কম বল। মিডিয়াতে সব ব্যাপারে কথা বলছিস কেন? পুরসভা ছাড়া অন্য কোনও বিষয়ে মত জানানোর দরকার নেই।” এবার পরোক্ষভাবে ববি হাকিমের কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দ্বিমত পোষণ করলেন মুখ্যমন্ত্রী।

রাস্তার পার্কিং ফি থেকে কলকাতা পুরসভার মোটা অঙ্কের টাকা আয় হয়। কলকাতা পুরসভা গত সপ্তাহে জানায় যে এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি করা হচ্ছে পার্কিং ফি। দুই চাকা গাড়ির ক্ষেত্রে ফি ঘন্টা পিছু পাঁচ টাকার বদলে দশ টাকা করা হয়েছে। তা তিন ঘণ্টা পেরিয়ে গেলেই দিতে হবে ৪০ টাকা। চার ঘন্টা হলে ৬০ টাকা ও পাঁচ ঘন্টা হলে ৮০ টাকা ফি দিতে হবে। এরপর ঘন্টা পিছু ৫০ টাকা করে ফি লাগবে।

car parking

আগে চার চাকা গাড়ির ক্ষেত্রে ঘন্টা পিছু ফি ছিল ১০ টাকা। সেটিও দ্বিগুণ করা হয়েছে। এখন ২ ঘণ্টার জন্য ৪০ টাকা, ৩ ঘন্টার জন্য ৮০ টাকা, ৪ ঘন্টার জন্য ১২০ টাকা ও ৫ ঘন্টার জন্য ১৬০ টাকা দিতে হবে। এরপর অতিরিক্ত ঘন্টার জন্য দিতে হবে ঘন্টা পিছু ১০০ টাকা। সব মিলিয়েই, আমজনতার যে পকেটে টান পড়বে একথা বলাই বাহুল্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর