চব্বিশে সরকার গড়বে তৃণমূল, লালকেল্লায় ভাষণ দেবেন হাওয়াই চটি পরা নেত্রী! ভবিষ্যদ্বাণী কুণালের

বাংলাহান্ট ডেস্ক : নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারকে উৎখাত করে আনতে হবে মানুষের সরকার। কেন্দ্রে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন বিকল্প জোট। কোনোমতেই থামানো যাবে না লড়াই। এমনই শপথ নেওয়া হবে একুশে জুলাই এর মঞ্চ থেকে। শপথ নিতে হবে যেন ২০২৪ এর ১৫ ই আগস্ট লালকেল্লায় হাওয়াই চপ্পল পড়ে কোন বাংলার মেয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। একটি জনসভায় এমনই মন্তব্য করলেন তৃণমূলের (Trinamool Congress) মুখপাত্র (Spokesperson) কুণাল ঘোষ (Kunal Ghosh)।

একুশে জুলাইয়ের সভার জন্য কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে একটি মিটিংয়ে শুক্রবার বক্তব্য রাখেন কুণাল ঘোষ। এই সভায় তিনি স্পষ্ট করে দেন ২০২৪-এ দিল্লিতে সরকার গড়বে তৃণমূল। যার শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে। মোদির অপশাসনের বিরুদ্ধে লড়ে যাবে তৃণমূল এমনই বার্তা দিয়েছেন তিনি।

কুণাল ঘোষ বলেন, “আমরা কথা দিচ্ছি ২০২৪-এ বিকল্প সরকার তৈরি হবে। ভালো ভালো পাঞ্জাবি পরা অনেক প্রধানমন্ত্রী তো দেখলেন। কিন্তু এবারের একুশে জুলাইয়ে আমরা শপথ নেব আগামী ২০২৪ এর ১৫ ই আগস্ট হাওয়াই চপ্পল পরে সাদা শাড়ির এক বাঙালি নেত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।”

এর সাথে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে গুরুত্ব তুলে ধরেন। তার মন্তব্য, “আগামী ১৮ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হবেন বা হারবেন সেটা ভোটের অংকের বিষয়। কিন্তু বিজেপির অনেকে আছেন যারা দলের কাজকর্মে ক্ষুব্ধ। তারা নিজেদের বিবেকের তাড়নায় বিজেপিকে ভোট দেবেন না।” একই সাথে তার সংযোজন, “এই প্রথম দেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে দুই শক্তির মধ্যে। একদিকে NDA অন্যদিকে ধর্ম নিরপেক্ষ, প্রগতিশীল ,গণতান্ত্রিক প্রার্থী। সারা দেশ সাক্ষী থাকবে বিজেপির বিরুদ্ধে একজন তৃণমূল নেতা লড়াই করছেন।”

এর পাশাপাশি তিনি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে চোর ও ধান্দাবাজ বলে কটাক্ষ করেন। কুণাল ঘোষ ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া, বিধায়ক দিনেন রায়, জেলা পরিষদের সহসভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ প্রমুখ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর