দেশের মধ্যে সেরা কলকাতা, মোদী-শাহকে মুখ্যমন্ত্রীর থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি মামলার চিত্র সামনে এসে চলেছে। এছাড়াও গোষ্ঠী দ্বন্দ্ব থেকে শুরু করে হিংসার অভিযোগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই ইস্যুগুলিকে হাতিয়ার করে শাসক দলকে একের পর এক আক্রমণ শানিয়ে চলেছে বিরোধী দলগুলি। তবে এর মাঝে এদিন কেন্দ্রের একটি রিপোর্টে উঠে এলো ভিন্ন চিত্র আর সেটিকে সামনে তুলে এনেই এবার উল্টে বিজেপিকে (Bharatiya Janata Party) বেনজির আক্রমণ করে বসলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে নারী সুরক্ষাসহ অন্যান্য একাধিক প্রসঙ্গে গোটা দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে কলকাতা। নারী সুরক্ষা, আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সুশাসনে কলকাতা সবার উপরে স্থান পেয়েছে। কেন্দ্রের এই রিপোর্ট অনুযায়ী, গোটা দেশজুড়ে যেসকল গুরুতর অপরাধ ঘটে চলেছে, তার মধ্যে সবচেয়ে কম সংঘটিত হয় কলকাতায়। আর এই রিপোর্টটি বর্তমানে খানিকটা হলেও স্বস্তি দিলো শাসক দলকে।

বিশেষজ্ঞদের মতে, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরু পাচার মামলায় যেভাবে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস, তাতে কেন্দ্রের এই রিপোর্টটি কিছুটা হলে অক্সিজেন যোগাবে তাদের। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডলরা গ্রেফতার হওয়ার ঘটনায় এমনিতেই জেরবার শাসক দল। এই পরিস্থিতিতে দেশের মধ্যে নিরাপদতম শহর হিসেবে স্থান দখল করে নিয়েছে কলকাতা। এই বিষয়টিকে উল্লেখ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা, নারী সুরক্ষা থেকে শুরু করে সুশাসন কিভাবে স্বাভাবিক রাখতে হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শেখা উচিত নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের।” উল্লেখ্য, কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে সকল মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটেছে কলকাতায়।

এই সকল রিপোর্টগুলিকে সামনে এনে কুণাল ঘোষ বলেন, “ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে মোট খুনের সংখ্যা ৪৫৪, সেখানে কলকাতায় সেই সংখ্যা মোটে ৪৫। দিল্লিতে যেখানে ধর্ষণ এবং নারীর নির্যাতনের সংখ্যা ১২২৬ ও ১০২৩, সেখানে কলকাতায় সেই সংখ্যা ১১ ও ১২৭। এর মাধ্যমে এটাই পরিষ্কার হলো যে, আমাদের বাংলায় সুশাসন রয়েছে। বরং মোদী এবং অমিত শাহরা তাদের দিল্লি সামলাতে অক্ষম। তাই আমি বলবো, বাংলার পিছনে না লেগে বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নিন।”

Kunal

এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলিকে কটাক্ষ করে কুণালবাবু বলেন, “নারী নির্যাতনে দেশের মধ্যে এক নম্বর স্থান দখল করে রয়েছে বিজেপি শাসিত অসম। অপরদিকে, গুজরাটে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। বরং আমাদের পশ্চিমবঙ্গ সে দিক থেকে অনেক সুরক্ষিত। তাই আমি বলবো, কুৎসা না ছড়িয়ে আপনাদের সংস্থার রিপোর্টগুলি ভালো করে দেখে নিন। বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান আমাদের বাংলা।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর