জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক! কুণাল অডিও শেয়ার করতেই গ্রেফতার সিপিএম নেতা কলতান

বাংলা হান্ট ডেস্কঃ বিগত এক মাসেরও অধিক সময় ধরে সংবাদের শিরোনামে রয়েছে আরজি কর ইস্যু। এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) শেয়ার করা একটি অডিও জোর শোরগোল ফেলে দেয়। তাঁর দাবি, জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক বৈঠকের সময় তাঁদের ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল। অডিও ক্লিপ থেকে সেটা পরিষ্কার। যদিও সেই অডিও-র সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। এবার এই সূত্রে গ্রেফতার হলেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত।

  • কুণালের (Kunal Ghosh) পোস্টে বিপাকে কলতান?

তৃণমূল (Trinamool Congress) নেতা এই অডিও শেয়ার করতেই নিমেষের মধ্যে তা চর্চার কেন্দ্রে উঠে আসে। সমাজমাধ্যমে শুরু হয়ে যায় আলোচনা। এদিকে বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ এই নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। গ্রেফতার করা হয় সঞ্জীব দাস নামের এক যুবককে। এবার বাম নেতাকেও গ্রেফতার করল পুলিশ।

  • ‘এটা ষড়যন্ত্র’, দাবি কলতানের

সূত্র মারফৎ জানা যাচ্ছে, লালবাজার থেকে ফিরছিলেন সিপিএম নেতা। সেই সময়ই তাঁকে রাস্তা থেকে নিয়ে যায় পুলিশ। কলতান (Kalatan Dasgupta) বলেন, ‘আমায় গ্রেফতার অথবা আটক কিছুই বলা হয়নি। যখন নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন চলছে, তখন নজর ঘোরানোর জন্য এই করা হয়েছে। এটা ষড়যন্ত্র’।

আরও পড়ুনঃ জিতে গেলেন টেট প্রার্থীরা! বিকল্প ডিগ্রিতেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, নির্দেশ হাইকোর্টের

এই নিয়ে এক্স হ্যান্ডেলে পাল্টা তোপ দেগেছেন কুণাল (Kunal Ghosh)। লিখেছেন, ‘ন্যায়বিচারের দাবি থেকে নজর ঘোরাতে এই অডিও? সিপিএমের কথা ভুল। ন্যায়বিচারের দাবি চলুক। কিন্তু সরকারকে বিব্রত করতে যারা ডাক্তারদের ধরনায় হামলার ছক করে, তার তদন্ত হবে না? অডিওর গলা কাদের, তদন্ত করুক পুলিশ। সতর্কতা থাকুক ধর্নায়। ডাক্তারদের রক্তাক্ত করে তৃণমূল বিরোধিতার রাজনীতির ছক ফাঁস’।

Kunal Ghosh

এদিকে অডিও শেয়ার করে কুণাল (Kunal Ghosh) দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বনায় ফেলার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল। বাইরে থেকে ছেলে এনে এই হামলার ছক কষা হয়েছিল। তৃণমূল নেতার দাবি, এমনভাবে এই পরিকল্পনা করা হয়েছিল, যাতে দেখলে মনে হয় এর নেপথ্যে শাসকদলের হাত রয়েছে।

কুণাল এই অডিও ক্লিপ শেয়ার করতেই মুখ খুলেছিলেন কলতান। তিনি বলেন, ‘এটা প্রচুর পুরনো পদ্ধতি। যখন এমন আন্দোলন চলে, তখন শাসকের তরফ থেকে এই রকম কিছু পদক্ষেপ নেওয়া হয়। উনি তেমন কিছু বলেছেন। কারা আন্দোলন করছে, কারা আন্দোলন ভাঙতে চাইছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। নতুন করে আর এখন বোকা বানানো যাবে না’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর