বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক ঠাসা কর্মসূচি নিয়ে লন্ডন সফরে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ অর্থাৎ মঙ্গলবার লন্ডনে শিল্প সম্মেলনে যোগ দেবেন তিনি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক সংস্থা নাকি বাংলায় লগ্নি করার ইচ্ছা প্রকাশ করেছে। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী চারমাসের মধ্যেই বিলেত থেকে বাংলায় আসতে পারেন সেখানকার প্রতিনিধিদল।
মমতার (Mamata Banerjee) বাণিজ্য সম্মেলন নিয়ে আশার খবর দিলেন কুণাল
আজ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই বাণিজ্য সফর নিয়ে আগাম আপেডেট দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে তিনি জানিয়েছেন, ‘একটু পরে শুরু হবে শিল্প সম্মেলন। বাংলার টিম রেডি। এখানকার শিল্পমহলেও আগ্রহ তুঙ্গে।’
আরও পড়ুন: এবার হবে বিরাট কড়াকড়ি! কেন্দ্রীয় বাহিনী চেয়ে আর্জি, কী বলল হাইকোর্ট?
আজ লন্ডনের এই বাণিজ্য সম্মেলনে কি কি বিষয়ে আলোচনা হতে পারে তা আগাম জানিয়েছেন কুণাল। তৃণমূল নেতার কথায় আলোচনা হতে পারে লন্ডন-কলকাতা সরাসরি উড়ানের চেষ্টা নিয়ে। উঠে আসতে পারে লন্ডনে বিশ্ব বাংলা কাউন্টার খোলার বিষয়টিও। আলোচনা হবে বাংলার বিভিন্ন উৎপাদন, হস্তশিল্প থেকে আম, লিচু, মিষ্টি, বা পোশাক, চর্মশিল্পসহ নানা প্রোডাক্ট-এর এখানে বাজার বাড়ানোর ব্যাপারে। এছাড়াও আই টি থেকে শুরু করে নির্দিষ্ট কিছু শিল্পে, ব্রিটেন থেকে লগ্নি বাড়ানো হবে বাংলায়।
এখানেই শেষ নয়, কুণাল জানিয়েছেন আজকের বাণিজ্য সম্মেলনে উঠে আসবে ট্রাডিশনাল শিল্পের পাশাপাশি সংস্কৃতি, খেলা, পর্যটনের গুরুত্ব। এছাড়াও হবে মৌ সই। কুণাল জানিয়েছেন বাংলায় এখানকার সংস্থার প্রতিনিধিদলও যাবেন। মুখ্যমন্ত্রী বাংলা-লন্ডনের পুরনো ঐতিহাসিক যোগাযোগকে আজকের সময়োপযোগীভাবে বাংলায় লগ্নি, পর্যটক টানতে ব্যবহার করতে চান বলে জানিয়েছেন তিনি। এছাড়াও ভারতীয় হাইকমিশন এবার নভেম্বরে লন্ডনে তাদের কর্মসূচিতে বাংলার আলাদা প্রদর্শনীও করতে পারে বলে খবর।