স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলে ‘ক্লিন বোল্ড’ কুণাল? নায়িকার ছবি শেয়ার করে লিখলেন …

বাংলা হান্ট ডেস্কঃ কাজল কালো চোখ, ঠোঁটে লিপস্টিক আর খোঁপায় গাঁদা ফুল। ‘টেক্কা’র প্রচারে এই সাজেই ধরা দিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার তাঁর সেই ছবি শেয়ার করে ‘গদগদ’ ক্যাপশন দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। নায়িকার সাজ দেখে ‘ক্লিন বোল্ড’ নাকি অন্য কোনও কারণ? ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

  • স্বস্তিকার ছবি শেয়ার করে কী লিখলেন কুণাল (Kunal Ghosh)?

শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন স্বস্তিকা (Swastika Mukherjee)। ক্যাপশনে লেখেন, ‘গাঁদা ফুলের প্রতি ভালোবাসা। #টেক্কা প্রোমোশন’। এবার সেই পোস্ট শেয়ার করেই কুণাল লিখলেন, ‘ভারী সুন্দর’। নিন্দকদের কথায়, উৎসব ফিরছি না বার্তা দেওয়ার পর আসন্ন ছবির প্রচারে পরিপাটি সাজের স্বস্তিকাকে খোঁচা দিয়েই একথা লিখেছেন তৃণমূল নেতা।

দিন কয়েক আগে ‘টেক্কা’ অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবকেও এই নিয়ে প্রশ্ন করেছিলেন কুণাল (Kunal Ghosh)। জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার টেক্কা টিমের লোকই তো বলছে উৎসবে নেই’। উত্তরে দেব বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত চিন্তাভাবনাকে সম্মান করি। আমার মতাদর্শকে কখনওই তোমার ওপর চাপাতে পারব না। প্রত্যেক মানুষের মতাদর্শ আলাদা। উৎসবে ফিরছি কি ফিরছি না এটা যার যার নিজের পছন্দ’।

আরও পড়ুনঃ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ‘অ্যাকশন’? কলকাতার পুলিশ কমিশনার যা বললেন … তোলপাড়

এখানেই না থেমে দেব (Dev) সেদিন আরও বলেন, ‘এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার কেন, কারোর বলা উচিত নয়। তুমি সকাল থেকে রাত অবধি কী করছ আমার দেখার দরকার নেই। তবে হ্যাঁ, প্রযোজক হিসেবে আমি আশা করব, প্রচারে যখন আসবে সেই কয়েক ঘণ্টা এমন কিছু মন্তব্য কোরো না, যাতে আমার ছবির ক্ষতি হয়’।

Swastika Mukherjee Kunal Ghosh

এদিকে কুণালের (Kunal Ghosh) এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বহু নেটিজেন উৎসবে না ফেরার বার্তা নিয়ে স্বস্তিকাকে খোঁচা দিতে শুরু করেছেন। কেউ লিখেছেন, ‘উৎসবে ফিরছি না, কিন্তু সেজে ঠাকুর দেখতে যাব’। কারোর আবার মন্তব্য, ‘দাদা, উক্ত দিদি কিন্তু উৎসবে নেই’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর