বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে আগামী দুমাস রাজনৈতিক কর্মসূচি বন্ধ রাখার কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই নিয়ে অভিষেককে আক্রমণ করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে, ‘দলীয় শৃঙ্খলা বিরোধী মন্তব্য করছেন অভিষেক। উনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যাচ্ছেন।”
শুধু তাই নয়, কল্যাণবাবু এও বলেন যে, ‘অভিষেক সরাসরি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।” কল্যাণবাবুর এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পরই তৃণমূলের অন্দরেই ভূমিকম্পের সৃষ্টি হয়। আর এবার কল্যাণবাবুর সেই মন্তব্য নিয়ে দলীয় সাংসদকে খোঁচা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
কুণালবাবু পরিস্কার বুঝিয়ে দেন যে, দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থান। তিনি কল্যাণবাবুকে পরামর্শ দিয়ে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা কিছু বললে দলের সাধারণ সৈনিক হিসেবে আমাদের চুপ করে শোনা দরকার। কোনও কিছু নিয়ে মন্তব্য করার আগে চারিদিক ভেবে দেখা উচিৎ।”
কুণাল ঘোষ বলেন, ‘তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যে ব্যক্তিগত মতামত আর সাধারণ মানুষের মনের কথা দুইই ছিল। সাধারণ মানুষের মনের কথার বাইরে দলের নেতাদের বক্তব্য হতে পারে না” তিনি আরও বলেন, দলে সবার উপরে মমতা দিদি রয়েছেন, তারপর অভিষেক। দলের সাধারণ সৈনিক হয়ে এমন মন্তব্য করা উচিৎ নয়। দলের শৃঙ্খলা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায় বিষয়টিতে নজর রাখছেন।