‘সবকটা বাড়িই তো আমাদের দেশে..,’ সেনা জঙ্গিদের আস্থানা গুঁড়িয়ে দিতেই প্রশ্ন তুললেন কুণাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরের পহেলগাঁও হামলা (Kashmir attack) নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। পাশে থাকার বার্তা দিয়েও কেন্দ্র সরকারকে আক্রমণ শানাতে ছাড়ছে না বিরোধীরা। এবার ফের একবার কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুললেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেনা অভিযানের গুরুত্ব নিয়ে প্রশ্ন তৃণমূল নেতার।

কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব কুণাল | Kunal Ghosh

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। উপত্যকায় ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা। আক্রমণ করা হয় হিন্দুদের। তারপর থেকেই অ্যাকশন মোডে কেন্দ্র। হামলার পর থেকে কাশ্মীরজুড়ে চলছে সেনার অভিযান। উপত্যকায় চলছে চিরুনিতল্লাশি। রিপোর্ট অনুযায়ী, গত ৫ দিনে অন্তত ৯ জঙ্গির বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবার এই ইস্যুকেই হাতিয়ার করে সন্ত্রাস দমনে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুললেন কুণাল।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা লেখেন, “সন্ত্রাসের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হোক। কিন্তু আজ টিভিতে গুটিকয় বাড়ি ভাঙা দেখিয়ে বলা হচ্ছে জঙ্গিদের আশ্রয়স্থলে কড়া ব্যবস্থা হচ্ছে।
আজব! সবকটা বাড়িই তো আমাদের দেশে। সেগুলো এতদিন ছিল কী করে? স্বরাষ্ট্রমন্ত্রক কী করছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাবো?”

ভিডিও দেখুন: https://youtu.be/F53fJHa7ai0?si=jLRHI_8DiAnwifgR

কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলে কুণালবাবু লেখেন, “সবকটা বাড়ি তো আমাদের দেশে। এতদিন এগুলো কীভাবে ছিল? নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে লাফাব?” প্রসঙ্গত, শনিবার থেকে কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, কুলগাওয়ের বিভিন্ন এলাকায় চলছে সেনার ম্যারাথন অভিযান।

Army takes big steps after Pahalgam Terror Attack.

আরও পড়ুন: আলুথালুু বেশে বেরোতেই সামনে পাপারাৎজি! দেওয়ালের পেছনে লোকালেন অনন্যা, সুহানার কাণ্ডে হেসেই খুন নেটিজেনরা

রিপোর্ট বলছে, এই ৫ দিনে অন্তত ৯ জন জঙ্গির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি প্রকাশ্যে এসেছে। এবার সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলকেন কুণাল ঘোষ।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X