মুখ্যমন্ত্রীর চেন্নাই সফরকে কটাক্ষ দিলীপের! ‘ওঁর কি রাগ হয়েছে?’ পাল্টা খোঁচা কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজ্যপাল লা গণেশনের (La Ganeshan) আমন্ত্রণে ইতিমধ্যেই চেন্নাই (Chennai) পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্ষেত্রে রাজ্যপালের দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করার পাশাপাশি তামিলনাড়ুর (Tamilnadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (M K Stalin) সঙ্গেও বৈঠক করেন মমতা। এই বৈঠক ঘিরে ইতিমধ্যে জোর জল্পনা সৃষ্টি হয়েছে; যা ঘিরে আবার অপরদিকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এবার দিলীপবাবুর মন্তব্যের পাল্টা আক্রমণ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

উল্লেখ্য, বাংলার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে রাজ্যপালের অনুষ্ঠানে সামিল হওয়ার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন মাথায় রেখেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেন্নাই পৌঁছে প্রথমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্যালিনের স্ত্রী, ছেলে এবং বোনেদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের হাতে নারকেল নাড়ু, শাড়ি এবং ধুতি তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি স্ট্যালিনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘক্ষণ বৈঠক হয় বলেও খবর।

সেই প্রসঙ্গে এদিন দিলীপবাবু বলেন, “২০১৯ সালে ওরা বলেছিল, বিজেপি নাকি একটাও আসন পাবে না। অথচ সেইবার আমরা তিনশোর অধিক সিট পাই আর ওরা বাংলা থেকে পেয়েছিল মাত্র ১৮ টি। এসব করে কিছু হবে না।”

এক্ষেত্রে দিলীপের মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “রাজ্যপালের বাড়িতে আমন্ত্রণ পাননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেই কারণেই কি ওর রাগ হয়েছে? আমন্ত্রণ পায়নি বলে? তাহলে রাজ্যপাল ফিরলে বরং উনি স্মারকলিপি জমা দিয়ে আসুন।”

kunal ghosh

প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দেশে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আঞ্চলিক সকল দলগুলিকে একত্রিত করার কথা বহুবার শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এক্ষেত্রে একাধিক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করতেও দেখা গিয়েছে তাঁকে। সেই সূত্র বজায় রেখে গতকাল স্ট্যালিনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে ইতিমধ্যে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, অনুযায়ী বর্তমানে দেশে পরিস্থিতি, সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সক্রিয়তা, সাম্প্রদায়িক বিভাজন এবং অন্যান্য একাধিক বিষয় নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।


Sayan Das

সম্পর্কিত খবর