‘নিজের ধান্দাপূরণের চেষ্টা’! সন্দীপ-অভিজিৎ জামিন পেতেই RG Kar ইস্যুতে ফুঁসে উঠলেন কুণাল

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা (RG Kar Case) নিয়ে গত আগস্ট মাস থেকে উত্তাল রাজ্য রাজনীতি। শুক্রবার এই মামলায় ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে শিয়ালদহ আদালত। ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসির জামিন মঞ্জুর করেন বিচারক। এরপরেই সমাজমাধ্যমে এই নিয়ে সুর চড়ালেন তৃণমূল (Trinamool Congress) নেতা কুণাল ঘোষ।

  • আরজি কর কাণ্ডে (RG Kar Case) কাদের নিশানা শাসকদলের নেতার?

শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দীর্ঘ পোস্ট করেন কুণাল (Kunal Ghosh)। লেখেন, ‘আরজি কর। অভয়ার মৃত্যু ভয়াবহ। নিন্দার। প্রতিবাদের। কিন্তু সেটা ভাঙিয়ে সুযোগসন্ধানীদের ব্যক্তিগত কেরিয়ার বা রাজনীতির পরিকল্পিত নাটক করা হয়েছিল। কারা সিবিআই ডেকে এনেছে? কারা সূত্র বলে গল্প ছেড়েছে? কারা টিভিতে একই ছাপ মারা মুখ বসিয়ে দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়েছে? কারা প্রথমে ময়নাতদন্তের সব ঠিকঠাক বলে সই করেও পরে তা গোপন করে বিপ্লবী সেজেছে?’


আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রেক্ষিতে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তোপ দেগে তৃণমূল নেতা লেখেন, ‘শিয়ালদহ কোর্টে দোষীর বিচার চলছে (ধরেছিল কলকাতা পুলিশ)। সুপ্রিম কোর্ট মনিটর করেছে। আপনাদেরও আইনজীবীরা ছিলেন। কোনও অসঙ্গতি নেই। উল্টে আপনাদের আইনজীবী বদল হয়েছে একাধিকবার। ডাক্তারদের গোষ্ঠীবাজি, কিছু ব্যক্তির ধান্দাবাজি, কিছু রাজনৈতিক অপচেষ্টা, মিডিয়ার টিআরপির লড়াই, বাংলাদেশের অস্থিরতার টাটকা অনুপ্রেরণা’।

আরও পড়ুনঃ দিঘায় জগন্নাথ মন্দিরের ২ কিমির মধ্যে মসজিদ তৈরি হোক! উঠল দাবি, শোরগোল শুরু

কুণালের প্রশ্ন, ‘কী ভেবেছিলেন? ফেসবুক পোস্টকে মান্যতা দিতে আদালত আপনাদের ইচ্ছে মতো লোকদের ফাঁসি দেবে? কলকাতা পুলিশ খারাপ, এখন সিবিআই খারাপ, শিয়ালদহ আদালতে নাকি বিচার হচ্ছে না, সুপ্রিম কোর্টে আস্থা নেই; এই বেয়াদপি বরদাস্ত হবে? অপছন্দ হলেই সেটিং তত্ত্ব?’ কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে কেন তাহলে ‘নেমন্তন্ন’ করে ডেকে আনা হয়েছিল? প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।

কুণাল দাবি করেন, আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মৃত্যুর ঘিরে নিজেদের আখের গোছানো কয়েকজন ‘ধান্দাবাজে’র গায়ে লেগেছে। তিনি লেখেন, ‘মানসিক হতাশা থেকে এখনও আরও বিষ ছড়াবে। তোলা টাকার দখল রাখতে ফের মোমবাতি কেনার নাটক হবে। এদের জন্যেই আসল দোষীর ফাঁসির রায়তে বিলম্ব হচ্ছে’।

Kunal Ghosh RG Kar case

কুলতলি, ফারাক্কার ঘটনায় দু’মাসে ফাঁসি ঘোষণার কথাও নিজের পোস্টে উল্লেখ করেন কুণাল ঘোষ। তৃণমূল (TMC) নেতা লেখেন, ‘আরজি কর কেন্দ্রিক নাটকবাজ, স্বার্থান্বেষীরা মানুষের আবেগ নিয়ে ছেলেখেলা করে নিজের ধান্দাপূরণের চেষ্টা করেছে। এরা আর সঞ্জয় রাই, মুদ্রার এপিঠ, ওপিঠ’।

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। ধর্ষণ খুনের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে ধর্ষক খুনি হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের নাম উল্লেখ করা রয়েছে বলে খবর। গতকাল এই মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিৎকে জামিন দিয়েছে শিয়ালদহ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর