‘RTI করে দেখবেন নাকি’, অভিষেকের চোখের অপারেশন নিয়ে খোঁচা তথাগতর! পাল্টা জবাব কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই চোখের সমস্যা নিয়ে নাজেহাল পরিস্থিতি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সম্প্রতি আমেরিকার (America) একটি বেসরকারি হাসপাতালে চোখের অপারেশন হয়েছে তাঁর। তবে এই ঘটনা নিয়েও সমালোচনা করতে ছাড়েনি বিরোধী দলগুলি আর এবার তাদেরকে পাল্টা জবাব দিয়ে টুইট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই সঙ্গে অভিষেকের চোখের পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, “অভিষেককে নিয়ে যারা সমালোচনা করে চলেছে, তারা অমানবিক।”

সাম্প্রতিক সময়ে বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় বিতর্ক ছড়িয়েছে সর্বত্র। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা হেফাজতে। একই সঙ্গে কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এসেছে। এই পরিস্থিতিতে বিদেশে চোখের চিকিৎসা করতে যাওয়ার অনুমতি চেয়ে অতীতে একাধিকবার আদালতের দ্বারস্থ হন তৃণমূল নেতা আর এর মাঝেই এবার আমেরিকার একটি হাসপাতালে চোখের অপারেশন হল তাঁর। যদিও এই ইস্যুকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায় থেকে দিলীপ ঘোষরা।

বিজেপি নেতা তথাগত রায় একটি টুইট করে লেখেন, “অভিষেকের চোখে exactly কি হয়েছে? কোন শহরে কোন হাসপাতালে কোন ডাক্তার কি অপারেশন করলেন তা যদি জানা যেত, তবে ভালো হতো। চিকিৎসার জন্য দুবাই যাওয়ার কথা শুনেছিলাম। পরবর্তীতে আমেরিকায় গেলেন। ওখানে চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া। কত খরচ হলো, কে টাকা দিল, তা একটু আরটিআই করে দেখবেন নাকি?”

পিছিয়ে থাকেন নি বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সরকারি হাসপাতালের ওপর ভরসা নেই বলে উনি বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছেন। এছাড়া ওদের বিদেশে বিপুল পরিমাণ টাকা রয়েছে। সেগুলি ঠিক রাখার জন্য বর্তমানে বিদেশে পৌঁছে যাচ্ছেন বহু তৃণমূল নেতারা। এক্ষেত্রে কোনটা সত্যিই আর কোনটা মিথ্যে, তা পরবর্তীতে জানা যাবে।”

যদিও বিরোধীদের এহেনও মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা এবং অপারেশন নিয়ে যারা সমালোচনা করছে, তাদের ওর চোখের পরিস্থিতি দেখা উচিত। একটি দুর্ঘটনায় গুরুতর চোট পান অভিষেক। পরবর্তীতে তাঁর অপারেশন হয়েছে। অভিষেকের সুস্থতা কামনা করছি আমরা সবাই। ওর চিকিৎসা কলকাতাতে হওয়ার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে হয়েছে। তবে চোখের আইবল থেকে শুরু করে ভেতরের একাধিক হাড় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার করার প্রয়োজন ছিল। তাই আমি বর্তমানে একটি ছবি দিয়েছি, যার মাধ্যমে সবাই দেখতে পাচ্ছেন আমাদের সেনাপতি বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন।”

Abhishek Banerjee eye treatment

প্রসঙ্গত, ২০১৬ সালে অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে ফেরার সময় দূর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়ংকর দুর্ঘটনার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে কলকাতার হাসপাতালে অপারেশন করা হয় এবং দুবাইতে গিয়ে চোখের চিকিৎসা পর্যন্ত করেন তিনি আর এবার অবশেষে আমেরিকার একটি হাসপাতালে চোখের অপারেশন হলো অভিষেকের। এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন অভিষেক।

ad

Sayan Das

সম্পর্কিত খবর