বাংলা হান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে কুণাল ঘোষ (Kunal Ghosh)। মহম্মদ সেলিম (Md. Salim), বিমান বসু (Biman Bose) ও শতরূপ ঘোষের (Shatarup Ghosh) বিরুদ্ধে তাঁর দায়ের করা মানহানির মামলায় সমন জারি করল আদালত। আগামী ১৩ জুন কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিতে হবে তাঁদের। সিপিএম নেতা শতরূপ এর পাল্টা জবাব দিয়ে জানান, আদালতেই তাঁরা এর জবাব দেবেন।
শতরূপের গাড়ি কেনা নিয়ে কুণাল ঘোষের টুইটকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। এর পরই আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দফতরে বসে শতরূপ কুণালকে আক্রমণ করেন বলে অভিযোগ। এমন কি তৃণমূল নেতাকে ‘টেস্ট টিউব বেবি’ বলেও আক্রমণ করেন শতরূপ ঘোষ। যেহেতু সিপিএমের রাজ্য সদর দফতরে বসে এই কথা বলেছেন, তাই কুণালের দাবি শতরূপের বক্তব্যে তাঁদের সকলেরই ওই মন্তব্যে সমর্থন ছিল।
এর প্রেক্ষিতে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী তিনজনকে দুঃখপ্রকাশ করতে বলে একটি চিঠি পাঠান। সেই চিঠির উত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হন কুণাল। বাম চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএম নেতা শতরূপ— তিন জনের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। নিম্ন আদালতে কুণালের আইনজীবী দাবি করেন, শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকেও অপমান করা হয়েছে।
এই সমন প্রসঙ্গে কুণালের দাবি বলেন,’তিন দিন আগে আমার আইনজীবী দুঃখপ্রকাশ করতে বলে নোটিশ দিয়েছিল। সিপিএম নেতারা কোনও উত্তর দেননি। ক্ষমতা থাকলে এবার আদালতের সমনটিকেও উপেক্ষা করে দেখান।’
এ প্রসঙ্গে শতরূপ বলেন, ‘আদালতে যখন উনি গিয়েছেন তখন আদালতে কথা হবে।’ আগামী ১৩ জুন বিমান, সেলিম এবং শতরূপকে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিতে হবে।
কুণাল ঘোষ এদিন শুনানি শেষে বলেন, ‘তিন অভিযুক্তকে আগামী ১৩ জুন হাজিরা দিতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রথমেই মামলা করিনি। প্রথমে দুঃখ প্রকাশ করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। কোনও উত্তর আসেনি। এবার ক্ষমতা থাকলে সমনটাও এড়িয়ে দেখান। এখন আপনাদের সামনে দুটোই পথ খোলা আছে।’ কুণালের দাবি, রাজনৈতিক যুক্তি না থাকাতেই এভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে।