শুভেন্দুর উপর চটে লাল! ২৪ ঘণ্টার মধ্যে বেনিয়ম সামনে আনার হুঁশিয়ারি কুণালের

বাংলা হান্ট ডেস্ক: ২৪ ঘণ্টা! শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) এবার সময় বেঁধে দিল তৃণমূল (TMC)। শুক্রবার বড় হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের বড় দুর্নীতি সামনে আসে।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের (Adhikari Family) সমস্ত সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। কোন কোন ক্ষেত্রের হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাঁদের।’

   

কুণাল বলেন, ‘বাংলার মানুষ ২৪ ঘণ্টার মধ্যে অধিকারীদের সম্পত্তির হিসেবে গরমিল, সন্দেহজনক ব্যাপার যা যা আছে, সেসব জানতে পারবেন।’

কিন্তু কে অধিকারী পরিবারের এই দুর্নীতি প্রকাশ্যে আনবেন? এ বিষয়ে অবশ্য তৃণমূল মুখপাত্রের দাবি, তা তিনি জানেন না। তবে সব তৈরি আছে। কেউ না কেউ তা ২৪ ঘণ্টার মধ্যে ফাঁস করবেন।

suvendu kunal

উল্লেখ্য, বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেছিলেন, ‘কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে’। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা নিজের আয়কর রিটার্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এবার অধিকারী পরিবারের সম্পত্তির হদিশ সামনে আসবে বলে একেবারে সময়সীমা বেঁধে দিলেন কুণাল ঘোষ। তাহলে কি সত্যিই তেমনটা হতে যাচ্ছে? উত্তর মিলবে ২৪ ঘণ্টার মধ্যেই।

 

Avatar
Monojit

সম্পর্কিত খবর