রাতে বোমাবাজি, তোলাবাজি করে শুভেন্দু! বিরোধী দলনেতাকে ‘কীট” বলে আক্রমণ কুণালের

বাংলাহান্ট ডেস্ক : মর্নিং ওয়াক নিয়ে এখন সরগরম বিজেপি শিবির। হাজরার সভা থেকে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) খোঁচা দেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার কটাক্ষের পালটা জবাবও দেন দিলীপ। বৃহস্পতিবার দিলীপবাবু একরকম হেসেই উড়িয়ে দেন শুভেন্দু অধিকারীর কথা। এরপরই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

প্রাতঃভ্রমণ নিয়ে বিতর্কের শুরু গত সোমবার। ওইদিন হাজরায় সভা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঞ্চ থেকে নাম না করে দিলীপ ঘোষকে উপহাস করেন তিনি। শুভেন্দু বলেন, ‘আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি গিমিকে বিশ্বাস করি না। আমি মর্নিং ওয়াক করতে গিয়ে মিডিয়ায় স্টেটমেন্ট করি না। যা বলি যথেষ্ট ভেবে বলি।’ নন্দীগ্রামের তৃণমূল বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রথমে ফোঁস করে ওঠেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেছিলেন, ‘কে, কোথায় কী বলছেন। তাতে কী যায় আসে? মর্নিং ওয়াক করতে দম লাগে।’ বৃহস্পতিবার সকালে শুভেন্দুর মর্নিং ওয়াক খোঁচাকে খুব একটা গুরুত্ব দেননি দিলীপ। হেসেই উড়িয়ে দেন বলা যায়।

   

এরপর দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘অন্ধকারের কীট শুভেন্দু। ও রাত পর্যন্ত বোমাবাজি, তোলাবাজির হিসাব করে। সকালে উঠতে পারে না। তাই দিলীপবাবুর মর্নিং ওয়াক নিয়ে যা তা বলছে।’

দিলীপ ঘোষ নিয়মিত মর্নিং ওয়াক করেন। ইকো পার্কে হাঁটাহাটি শেষে নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন। রাজনৈতিক দলের নেতারা অনেকেই নিয়মিত শরীরচর্চার জন্য দিলীপের প্রশংসা করেন। একবার রাজভবনের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিলীপের প্রশংসা করেছিলেন বলে জানা যায়।

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর