শিক্ষক নিয়োগে কী এবার শুভেন্দু? ‘১৫০ জনকে চাকরি দিয়েছেন বিরোধী দলনেতা’, দাবি কুণালের

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থার জালে পড়ছেন একের পর এক তৃণমূল নেতা (TMC Leader)। কোথাও জেলা তৃণমূল যুব সভাপতি, কোথাও জেলা কর্মাধ্যক্ষ, কোথাও আবার খোদ মন্ত্রী গ্রেফতার হচ্ছেন। এরই সঙ্গে আদালতের রায়ে চাকরি যেতে শুরু করেছে স্কুল শিক্ষক থেকে শুরু করে গ্রুপ ডি, গ্রুপ সি কর্মীদেরও। এদের মধ্যে রয়েছেন তৃণমূল বিধায়কের আত্মীয়, বা দলের ছোটখাটো নেতা। এমনকি চাকরি গেছে মুখ্যমন্ত্রীর ভইঝিরও। এবার এই নিয়োগ দুর্নীতি নিয়ে বিজেপিকে বেকায়দায় ফেললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

রীতিমতো সাংবাদিক সম্মেলন করে নথি দেখিয়ে কুণাল দাবি করেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সুপারিশে গ্রুপ সি পদে ১৫০ জনের চাকরি হয়। আইনের বিচারে তাদের মধ্যে ৫৫ জনের চাকরি বাতিলও হয়েছে। এখন এই ১৫০ জন কারা? তা জানতে শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) তদন্তের আওতায় আনা হোক।

   

এদিন নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে বেশ কিছু নথিপত্র তুলে ধরেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর দাবি, ‘সম্প্রতি আদালতের নির্দেশে ৫৫ জন শিক্ষকের চাকরি গিয়েছে। সেই ৫৫ জনের চাকরি হয় শুভেন্দু অধিকারীর সুপারিশে। শুধু ৫৫ জন নয়, মোট ১৫০ জনের চাকরির সুপারিশ করেছিলেন শুভেন্দু। তাঁর নির্দেশেই এঁদের চাকরি হয়েছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই দুর্নীতিতে জড়িত শুভেন্দু অধিকারীও। আমরা বলছি, তাঁকে তদন্তের আওতায় আনা হোক। এই ১৫০ জন কারা, কীভাবে চাকরি পেয়েছিলেন, সব খতিয়ে দেখুক সিবিআই, ইডি।’

suvendu kunal

চাকরি হারানো ৫৫ জনের মধ্যে নাম রয়েছে সঞ্জীব সুকুলের। তিনি শুভেন্দু ঘনিষ্ঠ। সঞ্জীব সুকুলের ছবি দেখিয়ে কুণাল দাবি করেন, সঞ্জীব সুকুল শুভেন্দু অধিকারীর ডানহাত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে তাহলে শুভেন্দু অধিকারির বিরুদ্ধে কেন নয়? আমরা লক্ষ্য রাখছি কীভাবে একতরফা ভাবে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী ১৫০ জনের চাকরির সুপারিশ করেছিলেন। তাদের মধ্যে আদালতের রায়ে ৫৫ জনের চাকরি চলে গিয়েছে।

কুণালের ওই অভিযোগ নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, স্নায়ুরোগে আক্রান্ত তৃণমূল। সেটি হল শুভেন্দু অধিকারী সিনড্রোম। কলকাতার চিকিত্সকরা এটা ভালো করতে পারছেন না। শুভেন্দু যদি চাকরি দিয়ে থাকেন তাহলে তিনি তা দিয়েছিলেন তৃণমূলে থাকার সময়ে। এখন তিনি বিজেপিতে। আমাদের অবস্থান, চাকরি খেয়েছে তাদের শাস্তি হোক।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর