‘আপনি ছিদাম বহুরূপী’, RSS এর পোশাকে শুভেন্দুকে দেখে কটাক্ষ কুণালের

বাংলা হান্ট ডেস্ক : গতকাল নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার শহিদ মিনারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। সঙ্ঘের সেই অনুষ্ঠানে সাদা জামা, খাঁকি প্যান্ট ও মাথায় কালো টুপিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। নিজের সেই ছবি টুইটারে শেয়ারও করেন শুভেন্দু। তা দেখে বিরোধী দলনেতাকে ‘ছিদাম বহুরূপী’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি বহুবার নিজেকে আরএসএস-এর কর্মী বলে দাবি করেন। তবে এই প্রথমবার তাঁকে দেখা গেল আরএসএসের সাদা জামা ও খাঁকি পোশাকে। এদিন তালু মাটির দিকে করে বুক হাত রেখে সঙ্ঘের শপথ নিয়েছেন তিনি। এই পোশাকে তাঁর সঙ্গী ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

suvendu kunal

তাঁর ছবি ও অনুষ্ঠানের ভিডিও টুইটারে পোস্টও করেন শুভেন্দু আধিকারী। সেই টুইটে তিনি লেখেন, ‘কলকাতায় আরএসএসের আয়োজিত অনুষ্ঠানে নেতাজিকে নিয়ে ভাষণ দিলেন সংঘের প্রধান মোহন ভাগবত। আরএসএস প্রধান বলেন, নেতাজির লক্ষ্যই আমার লক্ষ্য।’

বিরোধী দলনেতার এই পোশাক পরা নিয়ে তাঁকে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাল্টা টুইট করে তিনি প্রশ্ন তোলেন, ‘আপনি সাংসদ থাকাকালীন নেতাজি অর্ন্তধান রহস্য সমাধানের জন্য একটি শব্দও উচ্চারণ করেছিলেন কি? না কখনও করেননি। আর এখন আপনি ‘ছিদাম বহুরূপী’ হয়েছেন।’ কুণালের এই মন্তব্যের কোনও জবাব এখনও দেননি শুভেন্দু।

Sudipto

সম্পর্কিত খবর