‘শুভেন্দুর বাড়িতেও গুপ্তধন পাওয়া যেত’ নন্দীগ্রামের বিধায়কের গ্রেফতারির দাবি তুলে কটাক্ষ কুণালের

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই মামলায় ইতিমধ্যেই পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধার করেছে ইডি, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়। এই প্রসঙ্গটিকে হাতিয়ার করে শাসক দলকে ক্রমশ কোণঠাসা করে চলেছে বিরোধী দলগুলি; আবার অপরদিকে, বিরোধীদের আক্রমণ মাঝে পাল্টা দিয়েছে তৃণমূল-ও। আর এবার টুইট করে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দিকে কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণালের দাবি, “শুভেন্দু অধিকারীর বাড়িতে এজেন্সি গেলে অনেক গুপ্তধন পেতো।” একইসঙ্গে সারদা এবং নারদা মামলায় শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিও তুলেছেন কুণালবাবু।

উল্লেখ্য, সম্প্রতি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার করেছে ইডি। এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসি মামলার যোগ রয়েছে বলে অনুমান তাদের। এই ঘটনাকে হাতিয়ার করেই বর্তমানে শাসক দলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার পাল্টা তাঁর বিরুদ্ধেই আক্রমণের ঝাঁঝ বাড়ালেন কুণাল ঘোষ।

এদিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র লেখেন, “শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল। বাঁচতে ও দলবদল করে। এজেন্সি গেলে গুপ্তধন পেত। চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে। নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই। বিজেপি চোরকে বাঁচাচ্ছে।”

প্রসঙ্গত, অতীতেও একাধিকবার শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি তৃণমূল কংগ্রেস নেতাদের জিজ্ঞাসাবাদ করলেও বিজেপি নেতা-নেত্রীদের এ বিষয়ে কেন ছাড় মিলছে, তা নিয়ে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেয় রাজ্য সরকার। উল্লেখ্য, সারদা এবং নারদা মামলায় আর্থিক দুর্নীতিতে একাধিক অভিযোগ রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। শাসকদলের দাবি, তৃণমূল কংগ্রেসের থাকাকালীন তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হলেও পরবর্তীতে বিজেপিতে যোগদান করার পর সকল অভিযোগ থেকে অব্যাহতি পেয়ে যান শুভেন্দু। আর এবার নিজের টুইটের মাধ্যমে সেই অভিযোগটিকেই আরো একবার বঙ্গবাসীর সামনে তুলে ধরলেন কুণাল ঘোষ।

Sayan Das

সম্পর্কিত খবর