বেইজ্জত হচ্ছে মুখপাত্ররা! এবার মমতা সরকারকে একহাতে নিলেন কুণাল, তৃণমূলে থরহরিকম্প

বাংলা হান্ট ডেস্ক: কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী ২৯ নভেম্বর সভা করবে বিজেপি (BJP)। খোদ অমিত শাহ (Amit Shah) সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু এর বিরোধিতা করে রাজ্য সরকার (West Bengal Government) জানায়, সেখানে সভা করা যাবে না। পুলিশের অনুমতি না মেলায় বিষয়টি গড়িয়েছে আদালতে। কিন্তু হাইকোর্ট (Calcutta High Court) পর পর দু’বার রায় দিয়েছে তৃণমূলের একুশে জুলাই-এর সমাবেশ সেখানে হতে পারলে বিজেপির সভাও হবে। আর এই রায়ের পরই রাজ্য সরকারের মুখ পুড়েছে হাইকোর্টে। সেই নিয়ে এবার সুর চড়ালেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ। নিজের দলের শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন কুণাল (Kunal Ghosh)।

তৃণমূলের অন্যতম মুখপাত্র বলেন, ‘কারা উপর মহলকে পরামর্শ দেয়? রোজ নন-ইস্যুকে ইস্যু বানিয়ে দেওয়া হচ্ছে, এতে মুখপাত্রদের কাজ কঠিন হয়ে যাচ্ছে। একবার ভুল হলে মানা যায়, কিন্তু ১৪ বার একই ভুল হচ্ছে! তা থেকে শিক্ষা নেওয়ার কোনও লক্ষণ দেখতে পাচ্ছি না। মুখপাত্রদের কাজ হল ভুল করলেও সেটাকে ঠিক বলে বাজারে বিপণন করা। কিন্তু বারবার হতে থাকলে সেই কাজে আমাদেরও সমস্যা হচ্ছে।’

আরও পড়ুন: ‘এটা স্কুল নাকি’, হাজিরা খাতায় সই করা নিয়ে মমতাকে তোপ ফিরহাদের

এদিন কুণাল বলেন, ‘দলের সৈনিক হিসেবে আমি মনে করি ২১ জুলাই ওখানে সভা করার অধিকার রয়েছে তৃণমূলের। আবার নাগরিক হিসেবে আমার মনে হয় একটা দল সেখানে সভা করতে পারলে বাকিরা করতে পারবে না কেন? আদালত আইনের চোখেই দেখেছে। এর ফলে চার আনার বিজেপি বারো আনার প্রচার পেয়ে গেল।’

kunal

উল্লেখ্য, প্রশাসনের তরফে বিজেপির সভার অনুমতি দেওয়া হয়নি। হাইকোর্টে গিয়ে সেই অনুমতি ছিনিয়ে এনেছে বিজেপি। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন কুণাল ঘোষ। তাঁর মতে, বিজেপিরও সেখানে সভা করার অধিকার রয়েছে। তৃণমূলের এই ধরনের রাজনীতি থেকে সরে আসা উচিত। আর এর থেকেই রাজনৈতিক মহলে ধারণা, তাহলে কি তৃণমূলে আড়াআড়ি বিভাজন শুরু হয়েছে? কুণাল ঘোষ ঠিক কাকে এই নিয়ে আক্রমণ শানালেন?

Monojit

সম্পর্কিত খবর