‘ক্রিমিনাল কেস’ খেলেন শতরূপ! বিমান, সেলিমের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি কুণালের

বাংলাহান্ট ডেস্ক : কুণাল ঘোষের (Kunal Ghosh) করা শতরূপ ঘোষ (Shatarup Ghosh), বিমান বসু (Biman Basu), মহম্মদ সেলিমের (Md Salim) বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণ করল আদালত। এটি আসলে ক্রিমিনাল কেস। কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানির পর বুধবার এই মর্মে নির্দেশ দিয়েছেন। নিয়মমত হুইল চেয়ারে করে আদালতে প্রবেশ করেন কুণাল। আইনজীবী অয়ন চক্রবর্তী এদিন সওয়াল করেন কুণালের হয়ে।

কিছুদিন আগে কুণাল প্রশ্ন তোলেন সিপিএমের হোল টাইমার হয়ে কিভাবে বাবার টাকায় ২২ লাখ টাকার গাড়ি কিনেছেন শতরূপ ঘোষ। কুণালের সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে শতরূপ রীতিমত আক্রমাত্মক হয়ে ওঠেন। আলিমুদ্দিন স্ট্রীটে বসেই শতরূপ আক্রমণ করেন কুণালকে। শতরূপ তার বক্তব্যে বারবার কুণাল ঘোষের বাবাকে টেনে আনেন। “টেস্টটিউব বেবি,” “বেনামি সন্তান” ইত্যাদি সম্মোধন করতে শোনা যায় তাকে।

কুণালের আইনজীবী এদিন আদালতে বলেন, “কুণালের বিরুদ্ধে পার্টি অফিসে বসেই কুৎসা হয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে এর দায় নিতে হবে। নিন্দা করার বদলে মহম্মদ সেলিম শতরূপের প্রশংসা করেছেন। এই ধারাগুলি এদের বিরুদ্ধেও তাই প্রযোজ্য।” সব কথা শোনার পর বিচারপতি মামলাটি গ্রহণযোগ্য বলে রায় দেন। ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঘরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

kunal ghosh

মামলা গ্রহণের পর কুণাল ঘোষ বলেন, “মামলা চলবে। এরপর আরো একটা মামলা করব। বিমান বসু, বিকাশ ভট্টাচার্য, মহম্মদ সেলিম এর কাছে আমার প্রশ্ন, রাজনৈতিক বিতর্কে টেস্ট টিউব বেবির মতো বিজ্ঞানের অগ্রগতিকে আপনারা সমর্থন করলেন কেন? অনিল বিশ্বাস যদি বেঁচে থাকতেন তাহলে এই ধরনের মন্তব্যের বিরোধিতা করতেন। রাজনীতিতে তর্ক-বিতর্ক থাকবে। কিন্তু কারোর বাবা তুলে আক্রমণ করাকে সেলিম দা কেন প্রশ্রয় দিয়েছেন?”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর