‘বিবেকের কোটিং মেরে ফ্যাশন প্যারেড’! সুদীপার পাঞ্জাবি পরে ‘বিপ্লবী’ চিকিৎসক, পোস্ট দেখে কটাক্ষ কুণালের

Published On:

বাংলা হান্ট ডেস্ক : এবার কুনাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষের মুখে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে শেষ হয়ে গেল দুর্গাপুজো। কিন্তু পুজো শেষ হলেও এখনও আরজিকরের কান্ডের প্রতিবাদ আন্দোলন থামেনি। তিলোত্তমার বিচারের দাবিতে এখনও পর্যন্ত অনশন বিক্ষোভে অনড় রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। শুরু থেকেই এই আন্দোলনে সামিল হয়েছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)।

নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কুনাল ঘোষ (Kunal Ghosh)

গত ৯ আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডের প্রতিবাদে উৎসবে ফিরবেন না বলে জানিয়েছিলেন তিনি। আর এবার পুজো মিটতেই সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়লেন চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাঁকে একহাত নিলেন  তৃণমূলের কুনাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন সাদা এবং বেগুনি রংয়ের মিশেলে একটি জামদানি পাঞ্জাবি পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে করেছিলেন ওই চিকিৎসক। ওই ছবির ক্যাপশনে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘সারাদিন কাজের শেষে বাড়ি পৌঁছে একটাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকেন। বিবেক জাগ্রত হোক।’

আরও পড়ুন : ‘আবার নতুন নাটক’! ডাক্তারদের আক্রমণ শানালেন কুণাল! পাল্টা দিলেন দেবাশিসরা

প্রসঙ্গত এদিন নারায়ণ বন্দ্যোপাধ্যায় যে পাঞ্জাবিটি পড়েছিলেন তা আসলে রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের নিজস্ব বুটিকের তৈরী। তাই চিকিৎসকের পোস্টটি শেয়ার করে নিয়ে সুদীপা চট্টোপাধ্যায় ক্যাপশনে লেখেন এই পাঞ্জাবিটি তাঁর বুটিকের একটি এক্সক্লুসিভ কালেকশন।

এই পোষ্টটিরই স্ক্রিনশট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে নিয়ে চিকিৎসকন নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কুনাল ঘোষ (Kunal Ghosh) লিখেছেন, ‘এদের গ্যাস খেয়ে ওদিকে ওরা অনশনে। এদিকে বিবেকের কোটিং মেরে পোজ দিয়ে ফ্যাশন প্যারেড চলছে। যদি অনশনরতদের প্রতি সত্যি দরদ থাকে, কোনো মানুষ এই পোস্ট করতে পারে না।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X