‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়!’ বিতর্কিত মন্তব্য টেনে সোহিনীকে খোঁচা কুণালের

বাংলা হান্ট ডেস্ক : এবার কুণাল ঘোষের (Kunal Ghosh) নিশানায় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। গত ৯ আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসকের  নির্মম ধর্ষণ হত্যাকান্ডের ক্ষত এখনও  দগদগে। বিচারের দাবিতে এখনও চলছে প্রতিবাদ আন্দোলন। বিগত কয়েক মাসে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের ডাকে সাড়া দিয়েছেন তারকারাও। তাই তাঁদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নেমেছিল গোটা বিনোদন জগৎ।

কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষের শিকার সোহিনী সরকার

প্রতিবাদে গর্জে উঠেছিলেন টলিপাড়ার  নামিদামি অভিনেত্রীরা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন টলিপাড়ার নতুন বউ তথা অভিনেত্রী সোহিনী সরকার।  আন্দোলন চলাকালীন একাধিকবার নিজের মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। উৎসবের ফিরবেন না বলেও দুর্গাপুজোর আগে ফটোশুট করায় কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী।

আর সামনেই আছে আলোর উৎসব দীপাবলি। এই উৎসব উপলক্ষেও সম্প্রতিএকটি নামী সংবাদপত্রের হয়ে ফটোশুট করেছিলেন অভিনেত্রী। সোহিনীর  ফটোশুটের সেই ছবি নিয়ে এবার কটাক্ষের সুর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) গলায়। এদিন সরাসরি নিজের ফেসবুক প্রোফাইল থেকে সোহিনীর  ফটোশুট করা একটি সংবাদপত্রের কাটিং শেয়ার করলেন কুণাল (Kunal Ghosh)।

প্রসঙ্গত বিগত কিছুদিন ধরেই আরজিকর কান্ড নিয়ে  নায়ক থেকে গায়ক কাউকেই কটাক্ষ করতে ছাড়েননি কুণাল। এবার এই তালিকায় নতুন সংযোজন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন  সোহেলীর ফটোশুটের কাটিং শেয়ার করে নিয়ে কুণাল লিখেছেন, ‘এই বাংলায় দীপাবলীর মডেল কিন্তু হওয়া যায়! ‘বর্তমান’ দেখে মুগ্ধ হলাম। ভারি সুন্দর।’

যদিও তৃণমূল মুখপাত্রের এই কটাক্ষের  জবাবে কোন প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পর বেফাঁস মন্তব্য করে সোহিনী বলেছিলেন তিনি নাকি এই দেশে থেকে মা- হতে চান না। তার পর থেকেই অনেকেরই বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল সোহিনীকে।

আরও পড়ুন :“সালমান মামলা থেকে..,’ বিপাকে বিহারের বাহুবলী সাংসদ! শাসাচ্ছে লরেন্স বিষ্ণোই গ্যাং

 কী বলেছিলেন অভিনেত্রী?

সোহিনীর কথায়, ‘আমার সদ্যই বিয়ে হয়েছে। আমার স্বামীকে আমি সেদিন বললাম মা হব? কোন দেশে মা হবো? আমার সন্তানকে পৃথিবীতে এনে এরম দেশে রেখে যেতে আমি চাই না। আমি আমার সন্তানকে এমন একটা দেশে আনতেই পারব না।’ প্রসঙ্গত চলতি বছরের জুলাই মাসেই সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সাথে বিয়ে হয়েছে নায়িকার।

তবে মা হওয়া প্রসঙ্গে সোহিনীর এমন মন্তব্য শুনে কটাক্ষ করেছিল বাংলা পক্ষও। সংগঠনের সদস্য কৌশিক এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘উনি বাংলায় মা হতে চান না, কোথায় মা হতে চান? তিনি ভারতের কোন রাজ্যে? পৃথিবীর কোথায়….. পৃথিবীর এমন কোনও জায়গা নেই যেখানে ধর্ষণ হয় না….প্রতিটা সমাজে ধর্ষণ হয়, ধর্ষকরা সমাজের কলঙ্ক। ধর্ষণমুক্ত সমাজ গড়া আমাদের সবার লক্ষ্য।’

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর