বিদেশ যেতে অনুমতি! সিঙ্গাপুর সফরের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ বিদেশ যেতে চান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন (Appeal) জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের আবেদন, ‘১০ দিনের জন্য সেমিনারে যোগ দিতে তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিক মহামান্য আদালত।’

বর্তমানে সারদা মামলায় জামিনে রয়েছেন কুণাল ঘোষ। বেশ কয়েক বছর আগেই জামিন পেয়েছেন তিঁনি। বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে সোমবার এই মামলার শুনানি ছিল। অন্যদিকে, এদিন আদালতে সিবিআই এই বিষয়ে তাদের বক্তব্য জানানোর জন্য সাতদিনের সময় চেয়েছেন কলকাতা হাইকোর্টের কাছ থেকে। সেইমত মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জানুয়ারি।

তবে কোথায় যেতে চান তৃণমূল মুখপাত্র? আদালত সূত্রে খবর, এদিন কোর্টের নিকট সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়েছেন কুণাল ঘোষ। তবে, সারদা মামলায় আদালত তরফে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন তিঁনি। সেই শর্তের মধ্যেই বলা ছিল জামিন নেওয়া অবস্থায় বিদেশ যেতে পারবেন না তিঁনি। অন্যদিকে এদিন আদালতে বিদেশ যাওয়ারই আবেদন করলেন তৃণমূল মুখপাত্র।

kunal

প্রসঙ্গত, কুণাল ঘোষের ছেলে অত্যন্ত মেধাবী। বর্তমানে গবেষণার জন্য তিঁনি মার্কিন মুলুকে রয়েছেন। তবে আমেরিকা যাওয়ার আবেদন করেননি কুণাল। সিঙ্গাপুর যাওয়ার অনুমতি চেয়েছেন আদালতের কাছে। আর তাতেই আপত্তি সিবিআইয়ের। এদিকে শীতকালীন অবসরের পর সোমবার থেকে ফের খুলেছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে এদিনই আদালতের দ্বারস্থ তৃণমূল নেতা।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর