বাংলা হান্ট ডেস্কঃ পেট্রোপণ্য তথা জ্বালানির যন্ত্রণায় এই মুহূর্তে জ্বলছে মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে আগেই সেঞ্চুরি পার করেছিল পেট্রোল, এখন কলকাতাতেও লিটার প্রতি দাম একশো টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে বাড়ছে ডিজেল এবং রান্নার গ্যাসের দামও। ইতিমধ্যেই এই নিয়ে শনিবার থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও উল্টো দিকে রাজ্য বিজেপির (BJP) দাবি, রাজ্য সরকার ট্যাক্স কমালেই কমতে পারে পেট্রোপণ্যের দাম। এই বাদ-বিবাদ নিয়ে যখন রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি তখনই অদ্ভুত কান্ড ঘটালেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন কাঁকুরগাছিতে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই সভাস্থল সংলগ্ন একটি পেট্রোল পাম্পে হাজির হন কুনাল। পাম্প কর্মীদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, “আমি হিন্দু, জয় শ্রীরাম বলতেও রাজি আছি, সেক্ষেত্রে কি একটু সস্তায় পেট্রল দেওয়া যাবে?” স্বাভাবিকভাবেই তার এই প্রশ্নের হতচকিত পাম্প কর্মীরাও। অবাকভাব কাটিয়ে তারা জবাব দেন, কারোর জন্যই পেট্রোলের দাম আলাদা কিছু নয়।
Went to a petrol pump. Told them,"I am Hindu. If I shout 'Joy Sree Ram' will you give me petrol with some discount?" They said, " NO." pic.twitter.com/1ehaPFTjQR
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 11, 2021
উল্লেখ্য, এর আগেও এ ধরনের কথা ব্যবহার করে এসেছেন তৃণমূলের কর্মীরা। বিশেষত দেবাংশুর গলায় একাধিকবার শোনা গিয়েছে এই উক্তি। আজ যেন তারই কিছুটা বাস্তব পরীক্ষা করে নিলেন কুনাল। পাম্পকর্মীদের উত্তর কার্যত সকলের সামনে তুলে ধরতে চাইলেন তিনি। পাম্প কর্মীদের কাছে এই উত্তর পাওয়ার পর বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যাঁরা বিজেপিকে ভোট দিলেন, তাঁরা জয় শ্রীরাম বললেও সস্তায় পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস পাবেন না। বিজেপি বরাবর মানুষকে ভুল বুঝিয়েছে। মানুষের পাশে দাঁড়ায়নি।”
এর সাথে সাথেই এনআরসি প্রসঙ্গেও এদিন বিজেপিকে কটাক্ষের সুরে বেঁধেন কুনাল। তিনি প্রশ্ন করেন, বিজেপি তো মতুয়াদের নাগরিকত্ব দেবে বলেছে। তাহলে তারা এখন নাগরিক নন। শান্তনু ঠাকুর (Shantanu Thakur) মন্ত্রীত্ব পেলেন কিভাবে? তার দাবি বিজেপি কার্যত ভুল বোঝাচ্ছে মানুষকে। সেই সূত্র ধরেই আমজনতার জন্য রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প কথাও উল্লেখ করেন তিনি। এর আগে বিনা আমন্ত্রণে সলিসিটার জেনারেল তুষার মেহতার বাড়ি ঢোকার চেষ্টা করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তার সাক্ষাত প্রসঙ্গের আসল সত্যি তুলে ধরতে চেয়েছিলেন’ কুনাল। এবার ফের একবার আমজনতার দৃষ্টি আকর্ষণ করতে নাটকীয়তার আশ্রয় নিলেন তিনি।