চুলোচুলি ছেড়ে সটান চুমু! কুণাল ঘোষের মুখে দেব-বন্দনা, পালটা এ কী করলেন সুপারস্টার!

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই দেব (Dev) বনাম কুণাল ঘোষের বাদানুবাদের সাক্ষী থেকেছিল নেটিজেনরা। নেটদুনিয়ায় জলঘোলা হয়েছিল একই দলের দুই রাজনীতিবিদের কটাক্ষ পালটা কটাক্ষে। দিন কয়েক যেতে না যেতেই হঠাৎ ভোলবদল দুজনের। এবার দেবের (Dev) আসন্ন ছবি ‘টেক্কা’র ভূয়সী প্রশংসা করলেন কুণাল ঘোষ। সঙ্গে শুভকামনা জানালেন দেব (Dev) এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে।

দেবের (Dev) প্রশংসায় কুণাল

শনিবারের অনুষ্ঠানে দেব (Dev) প্রশ্ন করেছিলেন, ‘কুণালদা কেমন আছেন?’ এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর উত্তর দেন কুণাল ঘোষ। তিনি ভালো আছেন জানিয়ে তৃণমূল নেতা টেক্কার ট্রেলারের প্রশংসা করেন। এক্স হ্যান্ডেলে টেক্কা ছবির ট্রেলার শেয়ার করেছেন কুণাল ঘোষ। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘দেব, সৃজিত এবং তাদের পুরো টিমকে আগাম শুভেচ্ছা। ‘টেক্কা’ সফল হোক। দর্শক হলে গিয়ে দেখুন। কয়েক ঝলক দেখেই বোঝা যাচ্ছে বাংলা সিনেমায় নতুন স্বাদ ও ঝাঁজ।’

আরো পড়ুন : প্রয়াত সন্তানের জন্মদিনেই বিচ্ছেদের ঘোষণা, ৯ বছরের দাম্পত্য ভেঙে আলাদা টলিউড দম্পতি

পালটা দেব কী লিখলেন

পালটা দেব (Dev) লিখেছেন, ‘ধন্যবাদ কুণালদা’। এরপরেই চমক! সঙ্গে একটি চুমুর ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। কাণ্ড দেখে অবাক নেটিজেনরাও। আসলে কিছুদিন আগে এই টেক্কা ছবির পোস্টারকে ঘিরেই উসকে উঠেছিল বিতর্ক। আরজিকর আবেগকে কাজে লাগিয়ে ছবির প্রচার করার অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। এমনকি ‘উৎসবে না ফেরা’ অথচ ছবির প্রচার করার জন্য স্বস্তিকা মুখোপাধ্যায়কেও কটাক্ষ করেছিলেন তিনি। এখন সেই ছবিরই প্রশংসা শোনা গেল কুণালের মুখে।

আরো পড়ুন : ‘ঝুলে গিয়েছে’, নুসরতের ছবিতে অশ্লীল কমেন্টের ঝড়, নেটিজেনরা বললেন, ‘কতগুলো সন্দীপ ঘোষ…’

টেক্কার ট্রেলার প্রকাশ্যে

প্রসঙ্গত, এবার পুজোয় দর্শকদের অন্যতম আগ্রহ কাজ করছে দেব (Dev) এবং সৃজিতের টেক্কা ছবিটিকে ঘিরে। টিজারেই উত্তেজনা বাড়িয়েছিল ছবিটি। ট্রেলারেও সেটা ধরে রাখল টেক্কা। বিশেষ করে প্রশংসিত হয়েছে দেবের (Dev) অভিনয়। নিজেকে বারে বারে ভাঙছেন তিনি, এমনটাই মত সিনেপ্রেমীদের।

Dev

টেক্কা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিনী মৈত্র। আগামী ৮ ই অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। পুজোর অন্যান্য ছবির সঙ্গে টেক্কা কতটা টক্কর দিতে পারে সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর