এ তো ‘আত্মঘাতী গোল! ‘অনুপ্রবেশ নিয়ে অমিত শাহকে বিঁধলেন কুণাল

বাংলা হান্ট ডেস্ক : এবার রাজ্যের অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের তরফে অভিযোগ উঠল এ  খোদ বিজেপির বিরুদ্ধেই। এবার  তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যের অনুপ্রবেশ নিয়ে সরাসরি বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। এমনিতে সামাজিক হোক কিংবা রাজনৈতিক  যেকোনো বিষয়ে মন্তব্য করতে সিদ্ধহস্ত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে কুণাল ঘোষের অভিযোগ

রবিবার বনগাঁর টার্মিনাল ট্রু মৈত্রী দ্বার উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত c(Amit Shah)। এদিনও সেখানে দাঁড়িয়েই  রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলার পাশাপাশি অমিত শাহর (Amit Shah) অভিযোগ ছিল তৃণমূলের জন্যই নাকি রাজ্যে অনুপ্রবেশ ঘটছে। আর এই  কারণেই নাকি অশান্ত বাংলা।

কি অভিযোগ কুণাল ঘোষের?

এরপরেই এদিন অমিত শহর অভিযোগের পাল্টা জবাবে কুণাল ঘোষ বললেন, ‘অনুপ্রবেশের কথা অমিত শাহ বললে এটা তো আত্মঘাতী গোল’। এর পরেই এদিন কুণালের পাল্টা প্রশ্ন, ‘সীমান্ত কে পাহারা দেয়? কোন মন্ত্রকের অধীনে? তাঁর মন্ত্রীর নাম কী?’ উত্তরে আবার নিজেই বললেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই যদি বলেন অনুপ্রবেশ বাড়ছে তাহলে তো এর ব্যর্থতা তাঁর এবং সীমান্তের দায়িত্বে থাকা বাহিনীর।’

আরও পড়ুন : কালী পুজোতেও সঙ্গী জলকাদা! একনজরে দেখুন সারা সপ্তাহের আবহাওয়ার আপডেট

এদিন বনগাঁ থেকে অমিত শাহ রাজ্যে আবার পলা বদলের  ডাক দিলে তাঁকে বাংলার  ‘রাজনৈতিক পর্যটক’
বলে বিদ্রুপ করে কুণাল বলেছেন , ‘সেই উনিশের লোকসভা নির্বাচন থেকে উনি বাংলায় বদলের ডাক দিচ্ছেন। মানুষ গুরুত্ব না দিলে কী বা করা যাবে! এভাবে দেখতে দেখতে একটা করে বছর উনি পিছিয়ে যাচ্ছেন!’
Amit Shah
এদিন অমিত শাহর অভিযোগ ছিল সব টাকা তৃণমূল নেতারাই আত্মসাৎ করে দিচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, বাংলাকে গত ১০ বছরে মোদী সরকার ২ লাখ ৯ হাজার কোটি টাকা দিয়েছে। এই দাবি উড়িয়ে পাল্টা জবাবে কুণাল বলেছেন, ‘মিথ্যে কথা না বলে সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। কেন্দ্রের কাছ থেকে বাংলার প্রাপ্য বকেয়ার পরিমাণ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি। ১০০ দিনের প্রকল্পে এক নয়া পয়সা দেয়নি। আবাসের টাকা অন্য রাজ্যকে দিলেও বাংলাকে বঞ্চিত করা হয়েছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর