শিব সেনাকে চটিয়ে বিপাকে, FIR খারিজের আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ কুণাল কামরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নিজের বিরুদ্ধে দায়ের এফআইআর বাতিল করতে এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ কৌতুক শিল্পী কুণাল কামরা (Kunal Kamra)। সম্প্রতি নিজের একটি স্ট্যান্ড আপ কমেডি শোতে শিব সেনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েন কুণাল। তারপরেই তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। গত ২৪ শে মার্চ মুম্বই এর খার থানায় এফআইআর দায়ের করা হয় কুণালের (Kunal Kamra) বিরুদ্ধে। ওই এফআইআর এর ভিত্তিতে একাধিক বার মুম্বই পুলিশের থেকে হাজিরা দেওয়ার জন্য সমন পেয়েছিলেন তিনি। আগাম জামিনের ব্যবস্থা আগেও করে রেখেছিলেন কৌতুক শিল্পী। আর এবার এফআইআর বাতিল করার জন্য আদালতের দ্বারস্থ হলেন তিনি।

এফআইআর খারিজের আবেদন কুণাল কামরার (Kunal Kamra)

একাধিক অভিযোগে বিদ্ধ কুণাল কামরা (Kunal Kamra)। সম্প্রতি অভিযোগ ওঠে, মুম্বইয়ের একটি হোটেলে শো চলাকালীন শিব সেনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। শিব সেনার দু ভাগ হয়ে যাওয়া নিয়ে মশকরা করেন কুণাল (Kunal Kamra)। পাশাপাশি একনাথ শিন্ডেকেও ‘গদ্দার’ বলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তারপরেই শিব সেনা বিধায়ক মুর্জি প্যাটেল এফআইআর করেন কৌতুক শিল্পীর বিরুদ্ধে। ৫ ই এপ্রিল সেই এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছেন কুণাল।

Kunal kamra urges bombay high court to cancel fir

কোন ভিত্তিতে আবেদন: সূত্রের খবর, কুণালের (Kunal Kamra) দাবি এই এফআইআর সংবিধানের ১৯ (১) (ক) অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার, ১৯ (১) (ছ) অর্থাৎ যেকোনো পেশা এবং ব্যবসার অধিকার, ২১ ধারা অর্থাৎ জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার অনুযায়ী তাঁর মৌলিক অধিকারের লঙ্ঘন করে। এই মর্মেই এফআইআর বাতিলের দাবি জানিয়েছেন কুণাল কামরা (Kunal Kamra)। উল্লেখ্য, গ্রেফতারি এড়াতে আগেভাগেই জামিনের ব্যবস্থা করে রেখেছিলেন তিনি।

আরো পড়ুন : শেষে কিনা গল্প “চুরি” করে অস্কারে! কিরণের ‘লাপাতা লেডিজ’ নিয়ে সরব ‘বুরখা সিটি’র পরিচালক

মহারাষ্ট্র রাজনীতি উত্তাল: বিতর্কের অপর নাম কুণাল কামরা (Kunal Kamra)। স্ট্যান্ড আপ কমেডি জগতের এই পরিচিত নাম আগেও বহুবার পড়েছেন। বিপাকে। গত মাস থেকেই আবারো ট্রেন্ডিংয়ে রয়েছেন কুণাল। দাবি করা হচ্ছে, এখনো পর্যন্ত নাকি প্রায় ৫০০ হুমকি ফোন পেয়েছেন তিনি। যে হোটেলে তাঁর শো হয়েছিল ভাঙচুর হয়েছে সেটাও।

আরো পড়ুন : প্রচারের লোভে ডিভোর্স নিয়ে কুৎসিত ‘প্র্যাঙ্ক’! কটাক্ষ হতেই সুদীপ পত্নীর জবাব, “…বেশ করেছি”

সম্প্রতি আরেক ধাপ এগিয়ে বুক মাই শো এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কুণাল কামরার নাম সরিয়ে ফেলা হয়েছে। তাঁর সমস্ত কনটেন্টও উড়ে গিয়েছে। এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছিলেন, কুণালের উচিত অবিলম্বে ক্ষমা চাওয়া। কিন্তু কৌতুক শিল্পী স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমা তিনি চাইবেন না। যা করার তা আইনি পথেই করবেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X