বুকে খোদাই করা মেয়ের নাম, ছোট্ট ইনায়াকে নিয়ে ছবি শেয়ার করলেন কুণাল খেমু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নিজের বুকে মেয়ে ইনায়ার (inaaya naumi kemmu) নাম চিরদিনের জন‍্য খোদাই করে রেখে দিলেন বাবা কুণাল খেমু (kunal kemmu)। আন্তর্জাতিক কন‍্যা দিবসে এমনই চমকপ্রদ ও সুন্দর কাজ করেছেন অভিনেতা। দিনটিকে বিশেষ করে তোলবার জন‍্য দ্রুত সিদ্ধান্ত নিয়েই মেয়ের নাম লিখে নিয়েছেন বুকের মধ‍্যে।

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন কুণাল। নিজের অনাবৃত উর্দ্ধাঙ্গের ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর বুকের বাম দিকে দেখা যাচ্ছে ইনায়ার নাম লেখা ট‍্যাটু। দেবনাগরী অক্ষরে লেখা ‘ইনায়া’র সঙ্গে ট‍্যাটুতে একটি লাল টিপ ও একটি ত্রিশূলও আঁকা রয়েছে।


ক‍্যাপশনে ট‍্যাটুটির তাৎপর্য বুঝিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘শারীরিক এবং মানসিক দুই দিক দিয়েই এই ট‍্যাটুটা আমার হৃদয়ের সবথেকে কাছে। আমার ছোট্ট মেয়ে চিরদিন আমার একটি অ‌ংশ হয়ে থাকবে। মাঝে দেবনাগরীতে লেখা রয়েছে ওর নাম ইনায়া, নাওমির অর্থ মা দূর্গা যা লাল টিপ ও ত্রিশূলের মধ‍্য দিয়ে বোঝানো হয়েছে।’

সেই সঙ্গে ট‍্যাটু আর্টিস্টকেও ধন‍্যবাদ জানিয়েছেন কুণাল, এত তাড়াতাড়ি এত সুন্দর ভাবে ট‍্যাটুটি করে দেওয়ার জন‍্য। আন্তর্জাতিক কন‍্যা দিবসেই এমন বিশেষ কিছু করার পরিকল্পনা করে রেখেছিলেন অভিনেতা।

https://www.instagram.com/p/CF31cmPn-KA/?igshid=1w9znv5oi37lf

ইনায়াকে কোলে নিয়েও একটি ছবি শেয়ার করেছেন কুণাল। মেয়েকে নিজের গোটা জগৎ বলেছেন তিনি। ছবিগুলি খুব ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। এমন সুন্দর ও ভিন্ন একটি উপহারের জন‍্য নেটিজেনরা প্রশংসাও করছে কুণাল খেমুর।

https://www.instagram.com/p/CFoRjYsHJxN/?igshid=ww64kjqsrjdn

 

প্রসঙ্গত, ২০১৫ তে বিয়ে হয় কুণাল খেমু ও সোহা আলি খানের। ২০১৭ তে জন্ম হয় ইনায়া নাওমি খেমুর। দাদা তৈমুরের থেকে জনপ্রিয়তায় সে কোনো অংশে কম না। ছোট্ট ইনায়ার ছবি শেয়ার করলেই ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।

X