দিলীপকে বিজেপি সভাপতি রূপে দেখতে চান কুণাল! পদোন্নতি চেয়ে করলেন বড় মন্তব্য

বাংলা হান্ট ডেস্কঃ একজন শাসকদলের মুখপাত্র, ওপর জন বিরোধী শিবিরের অন্যতম প্রধান সৈনিক। না আছে কোনো মেলবন্ধন। আর নাই আছে মতাদর্শের মিল। তবুও বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পদন্নতি চেয়ে মন্তব্য করলেন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে যে সে পদ নয়, এক্কেবারে বিজেপির সভাপতি পদে তাঁকে উত্তীর্ণ করার কথা বললেন তৃণমূল মুখপাত্র।

তবে কুণালের এহেন মন্তব্যের পেছনে কারণ কী? কুণালের মতে, প্রতিদিন প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ইকো পার্কে যান বিজেপির দিলীপ ঘোষ। আর সেখানে দাঁড়িয়ে পাল্টা তৃণমূলকেই আক্রমণ করেন তিঁনি। এই কারণে কুণালের মত, এভাবে নিয়মিত নিজের পারফরমেন্স বজায় রাখছেন বলেই পদোন্নতি পাওয়া উচিত দিলীপ ঘোষের।

   

ঠিক কী বললেন কুণাল? এদিন তৃণমূল মুখপাত্র বলেন “একটা লোক এত মণিমাণিক্য ছড়ায়। সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি পার্কে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ করেন। ওঁর একটা পদোন্নতি পাওয়া উচিত। পুরস্কার পাওয়া উচিত। জগদীপ ধনকড় যদি প্রোমোশন পেতে পারেন। তাহলে দিলীপ ঘোষ- ঘুম থেকে উঠে এত পারফর্ম করেও কেন পুরস্কা পাবেন না! ”

kunal dilip

এখানেই থেমে থাকেননি কুণাল ঘোষ। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর তোপ দেগে তিঁনি বলেন, রাজনৈতিক পরিসরে দিলীপ ঘোষের উন্নতিতে বাধা দিয়ে চলছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন পঞ্চায়েত ভোট প্রসঙ্গকে সামনে রেখে সরাসরি বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে কটাক্ষ করে বলেন,”বিজেপি মানুষ ছাড়া সকলের উপর নির্ভর করে। শুনলাম, জে পি নাড় পঞ্চায়েত নিয়ে কথা বলবেন। নিজের রাজ্যে জিততে পারে না। এখানে আবার পঞ্চায়েত নিয়ে আসবে। ক্ষমতা থাকলে, দিদির দূতের মতো মোদির যমদূত হয়ে গ্রামে-গ্রামে যান। দিল্লি থেকে যারা আসবেন তাঁরা যমদূত।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর