বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। যতই সময় গড়াচ্ছে ততই লম্বা হচ্ছে অভিযুক্তদের তালিকা। শিক্ষক কেলেঙ্কারিতে কুন্তল ঘোষ (Kuntal Ghosh) যে টাকা নিয়েছিলেন, সে কথা আগেই জানিয়েছিলেন আরেক অভিযুক্ত তাপস মণ্ডল (Tapas Mondal)। তৃণমূলের সদ্য বহিষ্কৃত যুবনেতা কুন্তল মোট ৩২৫ জন চাকরিপ্রার্থীর থেকে টাকা তুলেছিলেন বলেও জানিয়েছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস।
প্রসঙ্গত, টাকা নেওয়ার বিষয়টি খোদ কুন্তলও কার্যত মেনে নিয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, সব চাকরি মিলিয়ে মোট ১৯ কোটি ২ লাখ ১০ হাজার টাকা নিয়েছিলেন কুন্তল। কোন পদে নিয়োগের জন্য কত টাকা খেয়েছিলেন কুন্তল? ধৃত তাপসই বা কুন্তলকে কত টাকা দিয়েছিলেন? জানুন সমস্ত হিসেব।
সূত্র অনুযায়ী, ওই সমস্ত টাকার মধ্যে প্রাথমিকে শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে সব থেকে বেশি টাকা তুলেছিলেন কুন্তল। ১৯ কোটি ২ লাখ ১০ হাজার টাকার মধ্যে কেবল প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগের জন্যই ১০ কোটি ৪৮ লাখ টাকা কুন্তলকে দিয়েছিলেন তাপস মণ্ডল। সংখ্যাটা চমকে দেওয়ার মতো হলেও সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
অন্যদিকে, আপার প্রাইমারিতে নিয়োগের জন্য ৩ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকা, ২০১৪ সালে টেটে পাশ ও নিয়োগের জন্য ৫ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল কুন্তলকে। ধৃত তাপস মণ্ডল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এই ১৯ কোটির মধ্যে প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি সহ আরও কিছু ক্ষেত্রের টাকা রয়েছে।
কুন্তল অবশ্য তদন্তকারীদের কাছে এই বিপুল পরিমান টাকা নেওয়ায় কথা অস্বীকার করেছেন। তবে তাদের মধ্যে যে পরিচয় রয়েছে সেকথা তাপস মণ্ডল ও কুন্তল উভয়ই স্বীকার করে নিয়েছিলেন। বর্তমানে এই দুজনই ইডি হেফাজতে। এদের জেরা করে সামনে আসছে আরও বড় বড় নাম। কুন্তলের সূত্র ধরেই গ্রেফতার হয়েছে হুগলীর শান্তনু বন্দোপাধ্যায়। তার সূত্র ধরে আবার সামনে এসেছে অয়ন শীলের নাম। এবার এই তদন্ত কোন বাঁক নেয় সেটাই দেখার।