বাংলাহান্ট ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) উঠে আসা সাম্প্রতিক নাম সায়নী ঘোষ (Saayoni Ghosh)। এর আগেও অবশ্য ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে নাম জড়িয়ে চর্চায় উঠে এসেছিলেন তিনি। কিন্তু কিছুদিন আগে সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে ডাক পান সায়নী। আর এবার সায়নীর সঙ্গে আর্থিক লেনদেনের কথা স্বীকার করেই নিলেন কুন্তল।
এর আগে যতবারই সায়নীর সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের প্রসঙ্গ উঠেছে ততবারই অস্বীকার করেছেন কুন্তল। তবে এবারে আদালত চত্বরে ঘনিষ্ঠদের কাছে তিনি স্বীকার করেছেন যে বিভিন্ন অনুষ্ঠানের জন্য সায়নীকে একাধিক বার টাকা দিয়েছেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার নাকি আদালত চত্বরে নিজের ঘনিষ্ঠ মহলে কুন্তল ঘোষ স্বীকার করেছেন যে বিভিন্ন উপলক্ষে একাধিক বার তাঁর আর সায়নীর মধ্যে আর্থিক লেনদেন হয়েছে। ২০২১ এর অগাস্ট মাসে প্রথম আলাপ হয় দুজনের। কুন্তল নাকি দাবি করেছেন, পুজো সমেত চারটি সমাজসেবামূলক কাজের জন্য সায়নীকে টাকা দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে উদ্বোধনের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা সায়নী তাঁর কাছ থেকে নিয়েছিলেন বলে দাবি করেছেন কুন্তল। এছাড়াও কালীঘাটে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের জন্যও নাকি ৩০ হাজার টাকা নিয়েছিলেন সায়নী। তবে তিনি একা নন। এ প্রসঙ্গে এক টলিউড অভিনেতা এবং এক বলিউড অভিনেত্রীর টাকা নেওয়ার কথাও নাকি স্বীকার করেছেন কুন্তল।
তিনি দাবি করেছেন, এক পানশালা উদ্বোধন করতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা ওই অভিনেত্রীকে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই অনুষ্ঠান না হলেও টাকা আর ফেরত পাননি কুন্তল। যদিও এই সব স্বীকারোক্তিটাই ঘনিষ্ঠ মহলেই করেছেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে কুন্তল আগের মতোই দাবি করেছেন, সায়নীকে কোনো টাকাই তিনি দেননি। অভিনেত্রীর রাজনৈতিক সম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুন্তল।
উল্লেখ্য, প্রথম বার ইডির ডাকে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন সায়নী। এও জানিয়েছিলেন, আবার ডাকলে আবার আসবেন। যতবার ডাকা হবে ততবারই তিনি হাজিরা দেবেন। যদিও দ্বিতীয় বার ভোটের প্রচারের দোহাই দিয়ে হাজিরা এড়ান তিনি। সাংবাদিকদের সায়নী জানান, যা যা নথি চাওয়া হয়েছিল সবই পাঠিয়ে দিয়েছেন তিনি। অনলাইনে হাজিরা দিতে রাজি তিনি।