এজেন্ট নিয়োগ করে চলেছে চাকরি বিক্রি! ED-র কাছে ফের বিস্ফোরক স্বীকারোক্তি কুন্তলের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে ধুন্ধুমার দশা বাংলায়। একের পর পর শাসক দলের নেতা মন্ত্রীরা ধরা পড়েছে তদন্তকারী সংস্থার হাতে। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন যুব তৃণমূলের (Trinamool) রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁকে গ্রেফতার করার পর থেকেই একের পর এক রহস্যের কিনারা খুঁজে পাচ্ছেন গোয়েন্দা আধিকারিকরা। বাড়ছে তদন্তের গতি। এবার এই যুব নেতাকে জেরা করে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য পেল ইডি। চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ রাখতে রীতিমতো এজেন্ট নিয়োগ করেছিলেন কুন্তল। তাঁরাই টাকা পয়সা লেনদেনের বিষয়টি দেখভাল করত! এমনই চাঞ্চল্যকর তথ্য ইডির (Enforcement Directorate) হাতে।

ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে এই এজেন্টদের বিষয় নিয়ে ধোঁয়াশা ছিল। এতদিন মিডিলম্যান, এবং সুপারিশকারী, মূলত ২টি শ্রেণির মাধ্যমেই ব্যাপকহারে দুর্নীতি হত বলে তথ্য প্রমান ছিল ইডির হাতে। তবে এবার কুন্তলের বয়ানে এজেন্টদের বিষয়টিও জলের মত পরিষ্কার হয়ে গেল তদন্তকারী সংস্থার কাছে। সূত্রের খবর, জেরায় কুন্তল জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের সংখ্যাটা প্রচুর হওয়ায় একার পক্ষে সবার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছিল না তাঁর। সেজন্য বহু এজেন্ট নিয়োগ করেন তিঁনি।

কুন্তলের আরও দাবি, আলাদা আলাদা পদে পদে চাকরির জন্য আলাদা আলাদা এজেন্ট নিয়োগ করেছিলেন তিঁনি। তাঁরাই দায়িত্ব নিয়ে লেনদেন থেকে শুরু করে নিয়োগ কর্তাদের সাথে চাকরিপ্রার্থীদের যাবতীয় যোগাযোগের বিষয়টি দেখতেন। এখানেই থেমে যাননি কুন্তল। তাঁর আরও দাবি, কোন প্রার্থী কবে কোথায় হাজিরা দেবে, কার কাছে নথিপত্র জমা করবে, কোন নথি সংগ্রহ করবে, এই সমস্ত বিষয়টি দেখতেন এই এজেন্টরাই। তাঁরাই নিয়ত চাকরিপ্রার্থীদের সাথে যোগাযোগ রাখতেন।

kuntal ghosh

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার আগে পাই পাই হিসেব বুঝে নিতেন এই এজেন্টরা। আর এদের সাথে সরাসরি যোগ রাখতেন কুন্তল। তাঁদের কাছ থেকে নিজের টাকা বুঝে নিতেন যুব নেতা। এই পর্যায়ে পৌঁছে কুন্তলের এই স্বীকারোক্তি যে তদন্তে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বোঝার অবকাশ রাখে না। সংগঠিত এবং সম্মিলিতভাবে যে এই নিয়োগ দুর্নীতি চলছিল তা ইডির কাছে এখন জলের মত পরিষ্কার। সূত্রের খবর, কুন্তলের বয়ানের ওপর ভিত্তি করে আরও জোরদার তদন্তে নেমেছে তদন্তকারী সংস্থা। এবার শুরু হয়েছে এক এক করে এই এজেন্টদেরকে চিহ্নিতকরণের পক্রিয়া।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X