ভয় দেখি টাকা লুঠ করেছে! তাপস মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক ধৃত কুন্তল ঘোষের স্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : ২৪ ঘন্টা জেরা তাঁকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় সংস্থা (ED)। তবে, তাঁর স্বামী কুন্তল ঘোষ সম্পূর্ণ নির্দোষ। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এমনই দাবি করলেন অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। নিয়োগ দুর্নীতি অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছে, ৩২৫ জন চাকরিপ্রার্থীর কাছে কুন্তল ১৯ কোটি টাকারও বেশি নিয়েছিলেন। এই অভিযোগ পুরোটাই মিথ্যা বলে দাবি কুন্তল ঘোষের স্ত্রীর।

কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষের দাবি, ‘তাপস মণ্ডল কলেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। লকডাউনের সময় তাপস মণ্ডল তার সহযোগী তাপস মিশ্রকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। যেখানে ইডি আজ তল্লাশি চালিয়েছে। বেশ কয়েক মাস ধরেঔ ওই ফ্ল্যাটে থাকেন তাপস মণ্ডল। ওই ফ্ল্যাট থেকেই তাপস মণ্ডল তাঁর কলেজের ও আইনি বিষয়ের সমস্ত কাজকর্ম পরিচালনা করতেন। ইডির কাছে এই বিষয়ক সমস্ত তথ্যপ্রমাণ জমা দিয়েছেন বলেও জানান কুন্তলের স্ত্রী।

   

tapas

জয়শ্রী ঘোষের আরও বিস্ফোরক দাবি, গত ৫ মাস ধরে তাপস মণ্ডল ও তাঁর সহকারী নিলাদ্রি ঘোষ ইডি ও সিবিআইয়ের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে রীতিমতো টাকা লুঠ করেছে। জয়শ্রী আরও জানান, তবে এটা ঠিক যে তাঁর কলেজে বেশ কিছু অফলাইন রেজিস্ট্রেশনের জন্য তিনি তাপস মণ্ডলের সাহায্য নিয়েছিলেন। এই ফর্ম ভরার জন্য তিনি তাপস মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠান বলে জানিয়েছেন জয়শ্রী। বেশ কয়েক লক্ষ টাকা তাপস মণ্ডলকে পাঠান তিনি।

তাপস মণ্ডল তাঁর কাছে ৫০ লাখ টাকা পর্যন্ত দাবি করেন বলে অভিযোগ জানান কুন্তল ঘোষের স্ত্রী। এমনকি তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য তাপস মণ্ডল ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জয়শ্রী ঘোষ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর