কুরুচিকর মন্তব্যের জের! খরগপুরে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও কুড়মিদের, ভেঙে দেওয়া হল গেট

বাংলা হান্ট ডেস্কঃ তির্যক মন্তব্যের জেরে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ি ঘেরাও কুড়মি সম্প্রদায়ের। বেফাঁস মন্তব্য করায় বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতিকে ক্ষমা চাইতে বলেছিলেন কুড়মি আন্দোলনকারীরা। এমনকী বেঁধে দেওয়া হয়েছিল ২৪ ঘণ্টা সময়ও। তবে ঘোষবাবু ক্ষমা না চাওয়ায় খরগপুরে নেতার বাড়িতে পৌঁছলেন কুড়মিরা।

বর্তমানে দিলীপ ঘোষ দিল্লিতে রয়েছেন, আজ সকালেই বিমানে চেপে রাজধানী পাড়ি দেন তিনি। অন্যদিকে তার অনুপস্থিতিতেই গেট ভেঙে বাড়িতে ঢুকে পড়লেন কুড়মিরা। এখনও সেখানেই রয়েছেন তারা। একটাই দাবি, নিজের কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে তাকে।

মঙ্গলবারই স্পষ্ট কথায় দিলীপ ঘোষ জানান যে, তিনি কোনো অন্যায় করেননি। তার কথায়, ”যে অন্যায় করে সে ক্ষমা চায়। আমি করিনি।” এদিন তার বাড়ি ঘেরাও এর পর দিল্লি থেকে দিলীপ ঘোষ বলেন, “৫০০০০ লোক বলেছিল, ২০০ লোকও নিয়ে আসতে পারেনি। অজিত মাহাতোর দম নেই লোক নিয়ে আসার। চাইলে আটকাতে পারতাম কিন্তু আটকাইনি। তৃণমূলের কিছু দালাল ওখানে গেছে।”

কুড়মিরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরাও। এই বিষয়ে কুড়মি সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো বলেন, ”কুড়মিদের নিয়ে কুমন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ক্ষমা না চাইলে মানহানির কেস করবো।”

dilip

প্রসঙ্গত, ‘কাপড় খুলে দেব’! দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদেই সরব হয় কুড়মি সমাজ। সম্প্রতি
দিলীপকে ‘নিষিদ্ধ’ করার হুঁশিয়ারি দেন কুড়মিরা। সেই সময় দিলীপ বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’’

দিলীপ আরও বলেন, “আমি ওদের পাশে আছি, থাকব। আমার এলাকায় যারা দিনের পর দিন ধর্না দিয়ে বসেছিলেন, আমি তাদের সহযোগিতা করেছি। ওরা যদি চান, তাহলে সংবাদমাধ্যমের সামনে সব নাম বলব।” নেতার এই দাবির পর ই খেপে ওঠে কুড়মিরা। তাদের কথায়, দিলীপ ঘোষ কাকে সহযোগিতা করেছেন তা যদি ২৪ ঘন্টার মধ্যে না বলতে পারেন, তাহলে তাকে ঘেরাও করা হবে। হুঁশিয়ারি মতোই এখন দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও কুড়মিদের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর