বাংলা হান্ট ডেস্কঃ আজ ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটল হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুনাল পান্ডিয়ার। আর অভিষেক ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। অভিষেক ম্যাচেই দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন ক্রুনাল পান্ডিয়া। মাত্র 26 দুর্দান্ত হাফসেঞ্চুরি এল ক্রুনাল পান্ডিয়ার ব্যাটে। সেইসঙ্গে 31 বলে 58 রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকলেন ক্রুনাল পান্ডিয়া।
আজ ক্রুনাল পান্ডিয়া যখন ব্যাটিং করতে এসেছিলেন সেই সময় পরপর চার উইকেট হারিয়ে চাপে ছিল ভারত। আর সেই চাপের মুখে ব্যাটিং করতে এসে ক্রুনাল পান্ডিয়ার এমন দুর্দান্ত ইনিংস মন ছুয়ে গেল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। কয়েক মাস আগেই পিতৃবিয়োগ ঘটেছে ক্রুনাল পান্ডিয়ার। আর বাবা মারা যাওয়ার পর এই প্রথম ভারতীয় দলের জার্সি গায়ে বাইশ গজে নামেন ক্রুনাল পান্ডিয়া। তাই ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও পুরো ম্যাচ জুড়ে ক্রুনাল মনে ছিলেন তার বাবা।
This is all heart 💙🫂
A teary moment for ODI debutant @krunalpandya24 post his brilliant quick-fire half-century💥💥@hardikpandya7 #TeamIndia #INDvENG @Paytm pic.twitter.com/w3x8pj18CD
— BCCI (@BCCI) March 23, 2021
আর তাই ম্যাচ শেষে ধারাভাষ্যকররা কুনাল পান্ডে কে ক্যামেরার সামনে কিছু বলতে বললে তিনি কিছুই বলতে পারছিলেন না, শুধুই কেঁদে ফেললেন। হাতের ইশারায় তিনি বুঝিয়ে দিলেন পরে কথা বলবেন। কারন সেই সময় কিছু বলতে গেলেই তিনি আবেগের ভাসছিলেন এবং বাবার কথা মনে পড়ে বারবার ক্রুনাল পান্ডিয়ার দু’চোখ বেয়ে জল আসছিল।