বাংলাহান্ট ডেস্ক: আদ্যন্ত ফেলুদাপ্রেমী বা সত্যজিৎ ভক্ত, অথচ ‘সোনার কেল্লা’ (Sonar Kella) দেখেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। বাংলা ছবির জগতে ক্লাসিক সিনেমা হল সোনার কেল্লা। বিভিন্ন কারণে ছবিটি স্মরণীয় হয়ে রয়েছে সিনেপ্রেমীদের মনে। এটিই সত্যজিৎ রায়ের (Satyajit Ray) প্রথম ফেলুদা ফিল্ম। ছোট্ট মুকুলের চরিত্রে মাত্র ছয় বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছিলেন কুশল চক্রবর্তী (Kushal Chakraborty)।
সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্তর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন ওই বয়সে। এখন তিনি মধ্যবয়স্ক। আরো পরিণত হয়েছে অভিনয় ক্ষমতা। কিন্তু মুকুলের চরিত্রে কুশলের অভিনয় ভুলতে পারেননি কেউই। তাই এবার ‘সোনার কেল্লা’র সিক্যুয়েল নিয়ে আসছেন কুশল।
না, সত্যজিৎ রায়ের ফেলুদা ফিল্ম সোনার কেল্লার সঙ্গে এই ছবির কিন্তু অনেক ফারাক আছে। সিক্যুয়েলে ফেলুদা নেই। তবে রয়েছে মুকুল। যদিও সত্যজিতের মুকুলের সঙ্গে এই মুকুলের মিল খুঁজতে গেলে একটু হতাশই হবেন। কারণ সেই বছর ছয়ের মুকুল এখন অনেক বড়। দশ-বারো বছরের এক ছেলের বাবা তিনি।
সিক্যুয়েলের নাম কুশল রেখেছেন, ‘সোনার কেল্লার সন্ধানে: আ হান্ট আফটার ৪০ ইয়ার্স’। পরিচালকের আসনে রয়েছেন তিনি নিজেই। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে উৎসর্গ করতে চান ছবিটি। পরিচালক সন্দীপ রায়ের থেকে অনুমতিও নিয়েছেন কুশল।
সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সিক্যুয়েল ছবিতে বড় মুকুলের চরিত্রে অভিনয় করবেন তিনিই। শীতকালে ছবির শুটিং শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর। তবে এখনো প্রযোজক পাননি বলেই জানান কুশল। তিনি ছাড়া ছবিতে আর কারা অভিনয় করবেন তাও এখনো ঠিক হয়নি।