বৈজ্ঞানিক মহত্ব খুঁজে পেয়েছে কুয়েত, ভারত থেকে কিনতে চলেছে ১,৯২,০০০ কেজি গোবর

বাংলা হান্ট ডেস্ক: এবার বাণিজ্যিক ক্ষেত্রে নিঃসন্দেহে একটি বড় সাফল্য পেল ভারত। এমনিতেই বর্তমানে ভারত কৃষিক্ষেত্রে পশুজাত পণ্য রপ্তানির বিষয়ে একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে। ঠিক সেই আবহেই এবার নতুন এক “রেকর্ড” তৈরি হল। মূলত, ভারতে কৃষিক্ষেত্রে পশুজাত পণ্যের সফল ব্যবহার হাজার হাজার বছর ধরে চলে আসছে। এমতাবস্থায়, ইসলামিক দেশ কুয়েত একটি বৈজ্ঞানিক গবেষণায় জানতে পেরেছে যে, গোবর ফসলের জন্য খুবই উপকারী। আর তারপর থেকেই ভারত থেকে বিপুল পরিমান গোবর কেনার সিদ্ধান্ত নিয়েছে সে দেশ। জানা গিয়েছে, প্রথম পদক্ষেপে মোট ১৯২ মেট্রিক টন গোবর কুয়েতে পাঠানো হবে। মূলত, গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে সরাসরি এই গোবর পৌঁছে যাবে কুয়েতে।

পাশাপাশি, মনে করা হচ্ছে যে, এই প্রথম ভারত কুয়েত থেকে গোবরের অর্ডার পেল। অতীতে, ভারত দুধ এবং অন্যান্য দুগ্ধজাত দ্রব্য ছাড়াও বিভিন্ন পশুজাত পণ্য যেমন মাংস এবং চামড়া রপ্তানি করে আসছে। এদিকে, অনুমান করা হচ্ছে, বৈজ্ঞানিক গবেষণায় গোবরের গুণমান নিশ্চিত হওয়ার পরে, ভারত আরও অর্ডার পেতে পারে। সবচেয়ে বড় কথা হল এই রপ্তানি সরকারি ভাবে নয়, বরং সমবায় পর্যায়ে হচ্ছে। কুয়েত বুঝেছে যে, গোবরের ব্যবহারে খেজুরের ফসলের আকার ও উৎপাদন বৃদ্ধি পায়।

এদিকে, এই বিরাট কর্মকান্ডে গোভক্তদেরও অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে যে, জয়পুরের টঙ্ক মোড়ের পিঞ্জরাপোল গোশালায় অবস্থিত “সানরাইজ অর্গানিক পার্ক”-এ কাস্টম বিভাগের তত্ত্বাবধানে কনটেইনারে গোবর প্যাক করার কাজ চলছে। প্রথম পদক্ষেপে বুধবার কনাকাপুরা রেলওয়ে স্টেশন থেকে পাঠানো হবে এই গোবর। মূলত, “ইন্ডিয়ান অর্গানিক ফার্মার প্রডিউসার অ্যাসোসিয়েশন”-এর সভাপতি ডঃ অতুল গুপ্তের প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। এছাড়াও, “সানরাইজ এগ্রিল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ প্রাইভেট লিমিটেড” এই বিরাট অর্ডারটি পেয়েছে। পাশাপাশি, লামোর নামে একটি কোম্পানি গোবরের অর্ডার দিয়েছে।

Cow Dung 1

এই প্রসঙ্গে কোম্পানির ডিরেক্টর প্রশান্ত চতুর্বেদী বলেন, সম্ভবত ভারতে প্রথমবারের মত এমন কিছু ঘটছে। পাশাপাশি, তিনি আরও বলেন যে, ২০২০-২১ সালে, ভারতের পশুজাত পণ্য রপ্তানির পরিমান ছিল ২৭,১৫৫.৫৬ কোটি টাকা। এছাড়াও, বর্তমানে জৈব সারের চাহিদাও ক্রমাগত বাড়ছে। অনেক বৈজ্ঞানিক গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গোবরের ব্যবহারে একাধিক রোগ নিরাময় হয়। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গবাদি পশুরা প্রতিদিন প্রায় ৩ মিলিয়ন টন গোবর দেয়। উল্লেখ্য যে, প্রতিবেশী দেশ চিন ১.৫ কোটি পরিবারকে বিদ্যুৎ দিতে গোবর গ্যাসের ব্যবহার করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর