বাংলার হান্ট নিউজ ডেস্ক: আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি লিগ। বিসিসিআই ৫৯০ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে, যারা নিলামে বিক্রির জন্য প্রস্তুত। এর মধ্যে ২২৮ জন ক্যাপড খেলোয়াড়, আর ৩৫৫ জন আনক্যাপড। ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে দুই দিনের জন্য IPL মেগা নিলাম অনুষ্ঠিত হবে। একজন বিপজ্জনক অলরাউন্ডার এই অনেক দামে বিক্রি হতে পারতেন, কিন্তু তিনি এই নিলামের অংশ হচ্ছেন না।
নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার কাইল জেমিসন এবার আইপিএলের মেগা নিলামে অংশ নিচ্ছেন না। গতবার তাকে ১৫ কোটি টাকায় কিনেছিল আরসিবি। আইপিএল ২০২১-এ, তিনি আরসিবির হয়ে ৯ টি ম্যাচ খেলে ৯ টি উইকেট নিয়েছিলেন। তবে এই সময়ে তার ইকোনমি রেট ছিল বড্ড বেশি। জেমিসন মূলত তার বোলিংয়ের জন্যই পরিচিত। তার হাতে নতুন বল উঠলে সেই বল খেলা কারোর পক্ষেই সহজ নয়। এমন পরিস্থিতিতে তার পারফরম্যান্স দেখা থেকে দর্শকদের বঞ্চিত হতে হবে।
কাইল জেমিসন নিউজিল্যান্ডের হয়ে ১২ টি টেস্ট ম্যাচ খেলে ৬০ টি উইকেট নিয়েছেন। সীমিত ওভারের ক্ষেত্রে ৫ টি ওয়ান ডে খেলে ৫ টি উইকেট নিয়েছেন এবং ৮ টি টি-টোয়েন্টি ম্যাচে ৮ টি উইকেট নিয়েছেন। কাইল জেমিসন ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা হওয়ার কারণে পিচ খেলে বেশ কিছুটা অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারেন।
তবে তিনি না থাকলেও আইপিএল নিলামের জৌলুস কমছে না। বিশ্বের বেশিরভাগ ক্রিকেট খেলিয়ে দেশের তারকারাই নিজেদের নাম নথিবদ্ধ করেছেন এই লিগে। ফলে ১২ এবং ১৩ তারিখে উত্তেজনার অভাব থাকবে না।