মানসিক সমস্যার সম্মুখীন কিলিয়ান এমবাপে! কমছে জনপ্রিয়তাও, কেরিয়ারে নেমে আসবে অন্ধকার?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে তাঁর নাম থাকে একদম প্রথম সারিতে। শুধু তাই নয়, মরশুমের শুরুতেই গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়ে রিয়াল মাদ্রিদের সাথেও যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু, সেখানে কয়েক মাস যেতে না যেতেই রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)। শুধু তাই নয়, জানা গিয়েছে যে বর্তমানে তিনি নাকি মানসিক সমস্যাতেও ভুগছেন।

মানসিক সমস্যার সম্মুখীন কিলিয়ান এমবাপে (Kylian Mbappé):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ফ্রান্সের এক সাংবাদিকের রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, এমবাপে (Kylian Mbappé) তাঁর জনপ্রিয়তাও হারাতে বসেছেন। মূলত, ওই রিপোর্ট প্রকাশে আসতেই তা হইচই ফেলে দিয়েছে ফুটবল দুনিয়ায়। শুধু তাই নয়, বিষয়টির পরিপ্রেক্ষিতে অবাক হয়েছেন এমবাপের অগণিত ভক্তরাও। ওই রিপোর্টে দাবি করা হয়েছে যে রিয়াল মাদ্রিদে এসে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় খেলার বিষয়টি মেনে নিতে পারছেন না এমবাপে।

Kylian Mbappé is facing mental problems.

অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে তাঁকে জোর করে ওই জায়গায় খেলানো হচ্ছে। এমতাবস্থায়, ছন্দে না থাকায় এবং গোল না পাওয়ায় কনফিডেন্স তলানিতে পৌঁছে গিয়েছে এমবাপের (Kylian Mbappé)। অর্থাৎ, সবদিক থেকে তিনি রীতিমতো সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন। আর ওই কারণেই খেলার মাঠে তাঁর পারফরম্যান্স প্রভাবিত হচ্ছে।

আরও পড়ুন: “পান্ডিয়ার নতুন স্ত্রী…”, ফের বিদেশিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন হার্দিক? পরিচয় সামনে আসতেই শুরু হইচই

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইউরো কাপের পর স্টকহোমে ছুটি কাটাতে গিয়েছিলেন এই তারকা ফুটবলার। সেখানে গিয়েও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। কারণ সেখানে ধর্ষণে নাম জড়িয়ে যায় এমবাপের (Kylian Mbappé)। বিষয়টি পৌঁছে যায় আদালতেও। অর্থাৎ, ফুটবল জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনেও এখন যথেষ্ট টালমাটালের মধ্যে রয়েছেন এই ফুটবলার। ঠিক এই আবহেই ফ্রান্সের জাতীয় দল থেকেও তিনি বাদ পড়েছেন।

আরও পড়ুন: ফের পতনের সম্মুখীন সেনসেক্স-নিফটি! রক্তাক্ত শেয়ার বাজারে সর্বনাশ বিনিয়োগকারীদের

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই ফুটবলার কয়েক দিন আগেও ওই দলের অধিনায়ক ছিলেন। কিন্তু, সম্প্রতি তাঁকে পরপর দু’বার দল থেকে বাদ দিলেন দলের কোচ দিদিয়ের দেশঁ। এই ঘটনাই হজম করতে পারেননি এমবাপে (Kylian Mbappé)। এর পাশাপাশি তিনি ফ্রান্সের মানুষদের কাছ থেকেও কাঙ্ক্ষিত ভালোবাসা পাননি। যার ফলে প্রভাব পড়েছে তাঁর জনপ্রিয়তায়। আর এই কারণেই বিভিন্ন দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর