ভারতে এমবাপ্পের জনপ্রিয়তা বোঝাতে গিয়ে ফ্রান্সে কেলেঙ্কারি কান্ড মোদীর! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার দুই দিনের সরকারি সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে (Paris) পা রেখেছেন। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। প্রধানমন্ত্রী মোদীর এই ফ্রান্স সফর দুই দেশের মধ্যে “কৌশলগত অংশীদারিত্ব”-এর ২৫ তম বার্ষিকীর উপলক্ষে সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী মোদী ১৪ই জুলাই প্যারিসে ফরাসি জাতীয় দিবসের উদযাপনের জন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সম্মানিত অতিথি হিসাবে যোগ দেবেন৷ একটি ভারতীয় ত্রি-পরিষেবার দল ব্যাস্টিল ডে প্যারেডের অংশ হবে, যখন ভারতীয় এয়ারফোর্সের বিমান একটি বিশেষ পারফরম্যান্স উপহার দেবে দর্শকদের।

এরই মাঝে মোদী মুখ খুলেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে-কে নিয়ে। মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপজয়ী এবং বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলারকে নিয়ে যে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের কোনও অন্ত নেই সেই বিষয়টা জানাতে ভোলেননি তিনি।

ফ্রান্সের বক্তব্য রাখার সময় ফুটবলের প্রসঙ্গ তুলে মোদী বলেন, “একবার ভারতে এসে জনপ্রিয় ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পের জনপ্রিয়তা আপনারা দেখে যান। আমি তো মনে করি ফ্রান্সে তার যত ভক্ত রয়েছে, তার চেয়ে অনেক বেশি ভক্ত তার রয়েছে ভারতে।” মোদীর এই মন্তব্যের পর করতালিতে ফেটে পড়ে অডিটোরিয়াম। যদিও নিন্দুকরা যেভাবে ফ্রেঞ্চ ফুটবলারের নাম উচ্চারণ করেছেন মোদী, সেই বিষয়টার সমালোচনা করেছেন।

ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ২০১৮ সালে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে গোলের দেখা পেয়েছিলেন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। তার চার বছর পরে কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পথে একমাত্র বাধা হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন এমবাপ্পে। কিন্তু শেষপর্যন্ত টাইব্রেকারে এমি মার্টিনেজের দক্ষতায় ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয় করে লিওনেল মেসির দল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর