অবাক কাণ্ড! ফ্রান্সের হয়ে আর খেলতে চান না এমবাপে, কারণ জানলে হয়ে যাবেন “থ”

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)। যিনি ফ্রান্সের অধিনায়ক। যদিও, এবার তাঁর প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি জানার পর অবাক হবেন ফুটবল অনুরাগীরা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বকাপজয়ী এই ফুটবলার আর দেশের হয়ে খেলতে চাইছেন না। আর তার পেছনে রয়েছে একটি বড় কারণ।

ফ্রান্সের হয়ে আর খেলতে চান না এমবাপে (Kylian Mbappé):

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ম্যাচে এমবাপের (Kylian Mbappé) উরুতে চোট থাকায় দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। কিন্তু, বর্তমানে তাঁর সেই চোট সেরে গেলেও এমবাপে নিজেই আর দেশের হয়ে খেলতে চাইছেন না। তার বদলে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এই ফুটবলার এখন স্পেনেই থেকে গেছেন।

Kylian Mbappé no longer wants to play for France.

নির্ধারিত সূচি অনুযায়ী, নেশনস লিগে ম্যাচ রয়েছে ফ্রান্সের। যেখানে ইজরায়েলের বিরুদ্ধে খেলতে হবে ফ্রান্সকে। কিন্তু, এই অবস্থাতে এমবাপে (Kylian Mbappé) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁকে যেন দলের বাইরে রাখা হয়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এমবাপে ফ্রান্সের হয়ে আর কখনও খেলতে চান না। শুধু তাই নয়, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর সাথেও এমবাপের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এমতাবস্থায়, দেশঁ যতদিন কোচ থাকবেন ততদিন এমবাপে ফ্রান্সের হয়ে খেলতে নামবেন না বলেই স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন: “সামর্থ্য নিয়ে সন্দেহ শুরু হয়”, গম্ভীর-সূর্যকুমারকে কৃতজ্ঞতা জানিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সঞ্জু

এদিকে এমবাপের (Kylian Mbappé) মা এবং এজেন্ট ফায়জা লামারিও চান কোচ হিসেবে দেশঁকে ছাঁটাই করা হোক। এর পাশাপাশি, একাধিক ফুটবলার দেশঁকে কোচ হিসেবে চাইছেন না বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, দেশঁ দীর্ঘ ১২ বছর ধরে এই দায়িত্বে রয়েছেন। এমতাবস্থায়, দেশঁকে সরিয়ে জিনেদিন জিদানকে কোচ হিসেবে নিযুক্ত করার বিষযটিতেই সম্মতি দিচ্ছেন অনেকে। উল্লেখ্য যে, বর্তমানে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। যদিও, এখন তিনি খুব একটা ফর্মে নেই। ইতিমধ্যেই বার্সেলোনার বিরুদ্ধে ০-৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছেন তাঁর দল।

আরও পড়ুন: “মিথ্যে ছড়াবেন না….”, জাতিসংঘে পাকিস্তানকে তীব্র ভর্ৎসনা ভারতের, কারণ জানলে আপনারও হবে রাগ

জানিয়ে রাখি যে, মনে করা হয়েছিল, যেহেতু এমবাপের (Kylian Mbappé) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে সেই কারণে ফ্রান্স দলে তাঁকে রাখা হয়নি। কিন্তু, দেশঁ এই প্রসঙ্গে জানিয়েছেন যে, “আমি দু’টো জিনিস বলতে চাইব। প্রথমত, এমবাপে আসতে চেয়েছিল। দ্বিতীয়ত, খেলার বাইরের অন্য কোনও ঘটনার কারণে তাকে বাদ দেওয়া হয়নি।” পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে, কারোর নামে কিছু অভিযোগ থাকলেই সে দোষী হয় না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর