UCL-এ হারের ক্ষততে প্রলেপ? মেসির পাস থেকে ৩০০০ তম গোল করলেন এমবাপ্পে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জার্মান জায়ান্ট, বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের (UCL) শেষ ১৬ পর্যায়ে থেকে ছিটকে গিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (PSG)। দুই পর্ব মিলিয়ে কোন গোলই করতে পারেননি মেসি (Lionel Messi), নেইমার (Neymar jr.), এমবাপ্পেরা (Kylian Mbappe)। টানা দুই মরশুম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছে প্যারিসের ক্লাবটি। ফলে সমর্থকরা খুবই হতাশ। তারই মধ্যে গতকাল রাতে সমর্থকদের ক্ষততে সামান্য একটু প্রলেপ লাগালেন এমবাপ্পেরা।

কাল ফরাসি লিগে নিজেদের ২৭ তম ম্যাচে লিগ টেবিলে ১৫ নম্বরে থাকা ব্রেস্টের মুখোমুখি হয়েছিল পিএসজি। লিগ জিততে তাদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু লিগের তলানিতে থাকা দলটি বেশ কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছিল মেসিদের। প্রথমার্ধে পিএসজি গোল করে এগিয়ে যাওয়ার ৬ মিনিটের মধ্যে তারা সমতায় ফেরে এবং বাকি ম্যাচ তারা অত্যন্ত দৃঢ়তার সাথে লড়াই করে।

কিন্তু ম্যাচের শেষ লগ্নে এসে দেখা মিলল মেসি ম্যাজিকের। তার অসাধারণ সাজানো পাস ধরে প্রথমে গোলরক্ষককে কাটিয়ে নেন এমবাপ্পে এবং তারপর গোল করে নিজের দলকে ৩ পয়েন্ট এনে দেন। চলতি মরশুমে মেসি-এমবাপ্পে যুগলবন্দী একাধিকবার পিএসজিকে লিগের ম্যাচে বাঁচিয়ে দিয়েছে। কালও ছিল তেমনি একটা দিন।

psg mbappe

চলতি মরশুমে ২৩ টি লিগের ম্যাচ খেলে ১৯ গোল করা হয়ে গেল এমবাপ্পের। লিঁলের জোনাথন ডেভিডের সঙ্গে যৌথভাবে ফ্রেঞ্চ লিগের শীর্ষ গোলদাতার দৌড়ে রয়েছেন তিনি। পাশাপাশি মেসি এই মরশুমে ২২ টি লিগ ম্যাচ খেলে ১৩ টি গোলের পাশাপাশি ১৩ টি অ্যাসিস্টও করে ফেললেন। প্রথম মরশুমে খুব একটা ভালো ছন্দে না থাকলেও দ্বিতীয় বছরে লিগে নিজেকে মেলে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা।

কালকে এমবাপ্পের করা গোলটি ছিল ফার্স্ট ডিভিশনে পিএসজির ৩০০০ তম গোল। কিছুদিন আগে ২০০ গোলের গণ্ডি পেরিয়ে পিএসজির সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন এই ফ্রেঞ্চ তরুণ। এখন ক্লাবটির আরও একটি ঐতিহাসিক মুহূর্তের সাথে নিজের নাম জুড়ে নিলেন তিনি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর