বাংলাহান্ট ডেস্ক: একটি চ্যানেলে কোনো একটি সিরিয়ালের (Serial) জুটি জনপ্রিয় হলে অন্য চ্যানেলগুলির মধ্যে কাড়াকাড়ি পড়ে যায় ওই জুটিকে পাওয়ার জন্য। কিন্তু সবসময় যে সব সিরিয়ালে সেই জুটি হিট হবে এমন কোনো মানে নেই। অনেক সময়ই এমন হয়, চ্যানেল বদলাতে হঠাৎ করেই হিট অভিনেতা অভিনেত্রীরা ফ্লপ হয়ে যান। এমনি এক উদাহরণ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) এবং রুকমা রায়ের (Rooqma Roy) জুটি।
স্টার জলসার ‘দেশের মাটি’ সিরিয়ালে প্রথম বার রাজা মাম্পি হয়ে ধরা দিয়েছিলেন তাঁরা। সিরিয়াল শেষ হয়ে গেলেও ভক্তরা ভোলেনি তাঁদের। রাজা মাম্পি মিলিয়ে ভালবেসে অনুরাগীরা নাম দিয়েছিল ‘রাম্পি’। মুখ্য চরিত্রদের ছাপিয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল রাজা মাম্পি। যদিও মাত্র নয় মাস চলেই বন্ধ হয়ে যায় দেশের মাটি।
তারপরেই চ্যানেল বদলে জি বাংলায় চলে আসেন রাহুল রুক্মা। ‘লালকুঠি’ সিরিয়ালে নতুন চরিত্র হয়ে নতুন নাম নিয়ে পা রাখে বিক্রম অনামিকা। অলৌকিকের ছোঁয়ায় রহস্যে মোড়া সিরিয়ালটি প্রথমে বেশ নজর কাড়লেও ধীরে ধীরে আগ্রহ হারাতে থাকে দর্শক। ফলাফল স্পষ্ট হয় টিআরপিতে। প্রথম কয়েক সপ্তাহর পর আর সেরা দশের তালিকায় জায়গা করতে পারেনি লালকুঠি। এখন শোনা যাচ্ছে, এবার নাকি বন্ধই হয়ে যাবে সিরিয়ালটি।
অবশ্য বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে লালকুঠি নাকি বন্ধ হয়ে যেতে বসেছে। মূলত কম টিআরপির কারণেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছে যে অনামিকাই আসলে জিনি। নিজের বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সে ফিরে এসেছে লালকুঠিতে। দর্শকদের কাছে রহস্যের জট অনেকটাই স্পষ্ট এখন।
উপরন্তু নতুন দুটি সিরিয়াল শুরুর কথা ঘোষনা করেছে চ্যানেল। তার মানে দুটি সিরিয়ালকে শেষ হতেই হবে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোন দুটি সিরিয়াল শেষ হয়ে যাবে? অনেকেই ভাবছে সম্ভবত লালকুঠিরই বিদায়ের পালা এসে গিয়েছে। যদিও বিষয়টা নিয়ে এখনো নির্মাতাদের তরফে কিছুই জানানো হয়নি, তবুও দর্শকদের দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।