এক বছরেই শেষ ‘কড়ি খেলা’! এই স্লটেই অদ্ভূতুড়ে গল্প নিয়ে আসছে নতুন সিরিয়াল ‘লালকুঠি’

বাংলাহান্ট ডেস্ক: প্রোমো চলে এসেছে বেশ কিছুদিন আগেই। ‘দেশের মাটি’র রুক্মা রায় স্টার জলসা ছেড়ে পা রাখছেন জি বাংলায়। অদ্ভূতুড়ে আবহের নতুন সিরিয়াল ‘লালকুঠি’র (Laalkuthi) নায়িকা তিনিই। কিন্তু এর থেকে বেশি আর কোনো তথ‍্যই মিলছিল না। শুধু শোনা গিয়েছিল, লালকুঠিকে জায়গা দেওয়ার জন‍্য বিদায় দিতে হবে ‘কড়ি খেলা’ (Kori Khela) সিরিয়ালকে।

সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে লালকুঠি সিরিয়ালের সম্প্রচারের সময়। রাত সাড়ে নটায় অর্থাৎ কড়ি খেলার টাইম স্লটেই দেখানো হবে এই নতুন সিরিয়াল। যেমন প্রোমো দেখানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে, বেশ অদ্ভূতুড়ে গল্পের উপরে তৈরি হতে চলেছে সিরিয়ালটি। সেক্ষেত্রে রাত সাড়ে নটার স্লট আদর্শ সময় বলে দাবি দর্শকদেরও।

   

IMG 20220411 005734 1
সাড়ে নটার স্লটের কড়ি খেলা সিরিয়ালটি শুরু হয়েছে এক বছর হয়েছে। গত বছর মার্চে পথচলা শুরু করেছিল পারমিতা অপূর্বর গল্প। কিন্তু কখনোই তেমন ভাল টিআরপি তুলতে পারেনি। এক দুবার সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করতে পারলেও ইদানিং একেবারেই নীচের দিকে নেমে গিয়েছে সিরিয়ালের টিআরপি। তাই নাকি আচমকা বন্ধ করার সিদ্ধান্ত।

জি বাংলার পুরনো সিরিয়াল গুলির মধ‍্যে সবথেকে কম টিআরপি রয়েছে যমুনা ঢাকি এবং কড়ি খেলার। এই দুটির মধ‍্যে আবার তুলনামূলক বেশি পুরনো যমুনা ঢাকি। তাই প্রথমে শোনা গিয়েছিল, খাঁড়ার কোপটাও আগে এই সিরিয়ালের উপরেই পড়বে।

একটা সময় টিআরপি তালিকায় নিয়মিত সেরা পাঁচের মধ‍্যে থাকত যমুনা। সেটা পরে নেমে দাঁড়ায় সেরা দশে। আর এখন তো তাও জুটছে না যমুনার কপালে। বেশ কয়েক সপ্তাহ ধরেই সেরা দশের তালিকা থেকে বেরিয়ে গিয়েছে এক সময়কার এই জনপ্রিয় সিরিয়াল।

এমনকি নিজের দীর্ঘদিনের জায়গা ‘গৌরী এলো’র কাছে খুইয়ে রাত সাড়ে দশটার স্লটেও নেমে গিয়েছে। কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর বলছে, এত তাড়াতাড়ি জায়গা ছাড়তে রাজি নয় যমুনা। তাই বিদায় দিতে হবে কড়ি খেলাকেইকেই। যদিও এখনো চ‍্যানেলের তরফে কড়ি খেলা শেষ হওয়া নিয়ে কোনো ঘোষনা করা হয়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর